নিউজ ডেস্ক: মুম্বইয়ের লোকাল ট্রেনে প্রথম
শ্রেণির কামরা আছে। আর এবার পশ্চিমবঙ্গের লোকাল ট্রেনেও প্রথম শ্রেণির কামরা যোগ
করার বিষয়ে ভাবনাচিন্তা করছে পূর্ব রেল। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে ট্রেনে
প্রথম শ্রেণির কামরা যোগ করা হবে। তাতে সাফল্য পাওয়া গেলে আরও অনেক ট্রেনে প্রথম
শ্রেণির কামরা যুক্ত করবে রেল।
এবার পশ্চিমবঙ্গের লোকাল ট্রেনেও
প্রথম শ্রেণির কামরা বা ‘ফার্স্ট-ক্লাস‘ কামরা যুক্ত করা হচ্ছে। তেমনই পরিকল্পনা করছে পূর্ব রেল।
প্রাথমিকভাবে শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনে প্রথম যুক্ত করার ভাবনাচিন্তা করছে।
সূত্রের খবর, প্রাথমিকভাবে দুর্গাপুজোর আগেই একটি
লোকাল ট্রেনে পরীক্ষামূলকভাবে প্রথম শ্রেণির কামরা যোগ করা হবে। তাতে যাত্রীদের
সাড়া মিললে অন্যান্য ট্রেনেও যুক্ত করা হবে প্রথম শ্রেণির কামরা।
শিয়ালদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার
দীপক নিগম জানিয়েছেন, দুর্গাপুজোর আগে
শিয়ালদা ডিভিশনের একটি রুটের মাতৃভূমি ট্রেনে দুটি প্রথম শ্রেণির কামরা যোগ করা
হবে। বাকি কামরাগুলি এখন যেমন লোকাল ট্রেনের কামরা হয়, সেরকমই থাকবে। শুধুমাত্র পরীক্ষামূলকভাবে দুটি প্রথম
শ্রেণির কামরা যুক্ত করা হবে। যাত্রীদের প্রতিক্রিয়া দেখবে পূর্ব রেল।