নিউজ ডেস্ক: বছর খানেক আগে আন্ডারপাসটির উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আ্ডারপাসই বৃষ্টিতে জমা জলে বন্ধ হয়ে গেল। কয়েকদিনের বৃষ্টিতে পূর্ণ হয়েছে আন্ডারপাস। যার ফলে কার্যত প্রশাসন যান চলাচলও বন্ধ করতে বাধ্য হয়। হাওড়ার গরফা আন্ডারপাসের এই অবস্থায় ক্ষুব্ধ স্থানীয়রা।
এখানেই প্রশ্ন উঠছে এক বছর আগে উদ্বোধন হওয়া আন্ডারপাসের এমন দশা কেন? এখন স্পষ্ট জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা নেই। তাই জল জমলে এই পথ ব্যবহারের কোনও উপায় নেই। এবারে গত শনিবার বিকেলে একদিক বন্ধ থাকলেও অন্যদিক চালু ছিল। মঙ্গলবার আন্ডারপাস পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। যার ফলে সাঁতরাগাছি মোড় থেকে দুই লেনের রাস্তাতেই যানবাহন চলাচল করছে।
আন্ডারপাসের এমন অবস্থা নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয়দের। এলাকার বাসিন্দা সইদুল মণ্ডলের অভিযোগ, “উদ্বোধনের পর থেকে এই আন্ডারপাসের এটাই চিত্র। অল্প বৃষ্টি হলেই ডুবে যায়। এক মানুষ সমান জল। আমি নামলে ডুবে যাবো”।
অপর এক বাসিন্দা শেখ আতিউর রহমান বলেন, “ আন্ডারপাসে জল নিষ্কাশনের কোনও ব্যবস্থা নেই। পাশের রাস্তার জল নেমে এখানে এসে জমছে। বৃষ্টি হলেই জল ভর্তি হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের হয়রানির মুখে পড়তে হয়। এই আন্ডারপাস অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। সাঁতরাগাছিতে যানজট কমাতেই এই আন্ডারপাস তৈরি হয়েছিল”।
আন্ডারপাস বন্ধ থাকার কারণে স্থানীয় বাসিন্দাদের রাস্তা পারাপার করতে যথেষ্ট হয়রানির মুখে পড়তে হচ্ছে। এছাড়াও বাড়ছে সাঁতরাগাছির পুরাতন রাস্তায় যানজট। মঙ্গলবার দুটি পাম্প চালিয়ে জল সরানোর ব্যবস্থা করা হয়। প্রশাসনের তরফ থেকে আন্ডারপাস দ্রুত যাতায়াতের উপযুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।