নিউজ ডেস্ক: বুধবার ০৪ অক্টোবর দিনের শুরুতেই সোনার
পদক এল ভারতের ঝুলিতে। তিরন্দাজির মিক্সড ইভেন্টে সোনা জয় করলেন
ভারতের জ্যোতি সুরেখা ভেন্নম এবং ওজাস দেওতালে। এই ভারতীয় জুটি দক্ষিণ কোরিয়ার
প্রতিপক্ষ সো চিয়োন এবং জু জেইহুনকে পরাস্ত করেছেন। এই ম্যাচের শুরু থেকেই ভারতীয়
তিরন্দাজরা একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে গিয়েছিল। আর সেকারণেই শেষপর্যন্ত
মাত্র ১ পয়েন্টের ব্যবধানে ভারত জয়লাভ করতে পেরেছে।
বিগত কয়েকবছরে তিরন্দাজির
কম্পাউন্ড ইভেন্টে ভারতের যথেষ্ট সাফল্য চোখে পড়েছে। চিনের হাংঝু প্রদেশে আয়োজিত
চলতি এশিয়ান গেমসেও সেই দাপট অব্যাহত রইল। এর ফলে এ বারের এশিয়ান গেমসে ভারতের
সোনার সংখ্যা দাঁড়াল ১৬।
২০১৮ সালে জাকার্তায় আয়োজিত এশিয়ান
গেমসে ভারত মোট ৭০টি পদক জয় করেছিল। কিন্তু, এবার ইতিমধ্যেই পদক সংখ্যা ৭১ স্পর্শ করেছে এবং সেইসঙ্গে গতবারের রেকর্ডও ভেঙে
দিয়েছে। এবার ভারত পদকের সেঞ্চুরি টার্গেট করে এই টুর্নামেন্ট খেলতে নেমেছে। সেটা
শেষপর্যন্ত হাসিল করতে পারে কি না, আপাতত সেদিকেই নজর রাখছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।