নিউজ ডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু এবারের বিশ্বকাপ। বুধবার টুর্নামেন্টের উদ্বোধন। প্রথম ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। এবার আন্তর্জাতিক এই টুর্নামেন্টের শুভ সূচনা করবেন শচীন তেণ্ডুলকার! ম্যাচ শুরু আগে ট্রফি নিয়ে মাঠে দেখা যাবে মাস্টার ব্লাস্টারকে! কারণ, কিংবদন্তি এই ক্রিকেটারকে ‘গ্লোবাল অ্যাম্বাসাডর’ ঘোষণা করল আইসিস(ICC)।
আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের এই ঘোষণায় আপ্লুত মাস্টার ব্লাস্টার। তিনি বলেন, “১৯৮৭ সালের বিশ্বকাপে বল বয় থেকে শুরু করে দেশেরে হয়ে ছটি বিশ্বকাপ খেলা দারুণ এক অভিজ্ঞতা। বিশ্বকাপ আমার হৃদয়ের একটা বিশেষ জায়গা দখল করে রয়েছে। ২০১১ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আমার ক্রিকেট জার্নির সবচেয়ে গর্বের অধ্যায়।” তিনি আরও বলেন, “ভারতে হতে চলা এবারের বিশ্বকাপে একাধিক স্পেশাল দল এবং স্পেশাল ক্রিকেটার প্রতিদ্বন্দ্বিতা করবে। দুর্দান্ত সেই টুর্নামেন্টের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছি আমিও।” এরপরই শচীনের সংযোজন, “বিশ্বকাপের মতো মেগাটুর্নামেন্ট নতুন প্রতিভাদের মনে স্বপ্নের বীজ বপন করে। নতুন আশার জন্ম দেয়। আশা রাখি এবারের টুর্নামেন্টও তরুণ-তরুণীদের ক্রিকেটের প্রতি উৎসাহী করবে।”
উল্লেখ্য, দেশের মোট ১০টি স্টেডিয়ামে মোট ৪৮টি ম্যাচ খেলা হবে বিশ্বকাপে। ফাইনাল আগামী ১৯ নভেম্বর। শচীন বাদেও এবারের বিশ্বকাপে একাধিক ক্রিকেট ব্যক্তিত্বকে অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ করেছে আইসিসি। তালিকায় রয়েছেন স্যর ভিভ, এবি ডিভিলিয়ার্স, ইয়ন মর্গ্যান, অ্যারন ফিঞ্চ, সুরেশ, রায়না, মিতালি রাজের মতো ক্রিকেট ব্যক্তিত্ব।