নিউজ ডেস্ক: বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছেন বলিউডের তাবড় তাবড় অভিনেতারা। সেই দলে রয়েছেন শাহরুখ, সলমন, আমিরও। কিন্তু চলতি বছর ভাগ্য ফিরেছে শাহরুখের। পর পর দু’টি ব্লকবাস্টার দিয়েছেন তিনি। কিন্তু ভাগ্যদেবী ফিরে তাকাননি সলমনের দিকে। চলতি বছর অনেকদিন পরে মুক্তি পায় সলমনের ছবি কিসি কা ভাই কিসি কি জান। মেরে কেটে ১০০ কোটি অবধি পৌঁছেই থেমেছে এই ছবির দৌড়। ইদে মুক্তি পেলেও হলে টিকে থাকতে পারেনি এই ছবি। যদিও এইবার আসতে চলেছে বহু প্রতীক্ষিত টাইগার ৩। টিজার মুক্তি পেলে তা ভাইরাল হয়ে পরে কিন্তু কবে আসছে এই ছবির ট্রেলার?
২০২৩ সালে অনেকগুলি মাইল ফলক তৈরি হচ্ছে বলিউডে। তার মধ্যে একটি সলমন খানের বলিউডে ৩৫ বছর পূর্তি। ১৯৮৮ সালে বিবি হো তো অ্যায়সি ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সলমন। এইবছর যা ৩৫ বছরে পড়ল। বিষয়টি নিয়ে উৎসাহিত সলমনের অনুরাগীরা। দীর্ঘ এই কেরিয়ারে পর্দায় অ্যাকশন হিরো হিসেবে কাজ করতে পছন্দ করেন সল্লুভাই। তাই ৩৫ বছর পূর্তির বছরে টাইগার ৩ এর কাজ করতে পেরে খুশি তিনি। দিওয়ালিতে মুক্তি পাবে টাইগার ৩। অক্টোবরের মাঝামাঝি সময়ে ট্রেলার মুক্তি পাবে বলেই জানিয়েছেন ভাইজান।
অনেকদিন পরে বড়পর্দায় টাইগার ও জোয়াকে দেখতে পাবেন অনুরাগীরা। আপাতত অপেক্ষা ট্রেলারের। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সলমন খানের একটি ভিডিয়ো যা দেখে অবাক নেটিজেনরা। নাচতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন তিনি। অসুস্থ নাকি বয়সের ভারে এমনটা তা নিয়ে চিন্তিত তাঁর অনুরাগীরা।