নিউজ ডেস্ক: দিনভর তল্লাশির পর নিউজক্লিকের প্রতিষ্ঠাতা তথা প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার করল দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা। গ্রেফতার হয়েছেন অনলাইন নিউজ পোর্টালের আরও এক সাংবাদিক অনিন্দ্য চক্রবর্তী।
মঙ্গলবার নিউজক্লিকের অফিস, সাংবাদিকদের বাড়ি সহ ৩৫টি জায়গায় তল্লাশি চালানো হয়। বাজেয়াপ্ত করা হয় ৭ জন সাংবাদিকের ল্যাপটপ, মোবাইল সহ বেশকিছু নথিপত্র। বেআইনি কর্মকাণ্ড (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-এর আওতায় নিউজ পোর্টালের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। তারপরই গ্রেফতার করা হয় প্রবীর ও অনিন্দ্যকে। সন্ত্রাসবিরোধী আইন, ইউএপিএ ধারা সহ একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। ইতিমধ্যেই অভিযুক্তদের ৭ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, চিনের হয়ে প্রচারের জন্য প্রায় ৩৮ কোটি টাকা পেয়েছে নিউজক্লিক।
গত অগাস্টে একটি রিপোর্ট বের করে নিউ ইয়র্ক টাইমস্। সেখানে বলা হয়, নেভিল রয় সিংহম নামের এক মার্কিন ধনকুবেরের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা, ভারত এবং আমেরিকা সহ বেশ কয়েকটি দেশে মগজ ধোলাইয়ের কাজ করছে চিন। দিল্লিতে বেজিংয়ের হয়ে প্রচার চালাত নিউজকিল্ক। সেই জন্য পয়সাও পেত তারা। এরপরই দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা(EOW) এবং ইডি-এর র্যাডারে আসে নিউজক্লিক। সেইসঙ্গে, দেশবিরোধী কার্যকলাপের চালানোর জন্য নিউজ পোর্টালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ভারতের রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লেখেন ২৫৫ জন বিশিষ্টরা। এরপরই শুরু হয় তদন্ত।
এদিকে, নিউজক্লিকের এই ঘটনা প্রসঙ্গে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানান, কোনও এফআইআর দেখানো হয়নি। কোন মামলায় তল্লাশি, তাও জানানো হয়নি। এভাবে যদি সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা হয়, তাহলে সেটার প্রতিবাদ হবে।
ঘটনা প্রসঙ্গে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, “সাংবাদিকদের বাড়িতে পুলিশের হানা নিয়ে আমরা উদ্বিগ্ন। নিউজ ক্লিকের সঙ্গে থাকা লেখকদের বাড়িতেও হানা দেওয়া হয়েছে। আমরা গোটা বিষয়টির উপর নজর রাখছি।”