নিউজ ডেস্ক: আবারও অভিষেককে নোটিস পাঠাল ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় আগামী সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছে। সূত্রের খবর ৯ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। ৩ অক্টোবর অভিষেককে ইডি তলব করলেও সেদিন হাজিরা এড়িয়ে যান তিনি। কেন্দ্রের কাছে বকেয়া টাকার দাবি নিয়ে দিল্লিতে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন।
ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ মামলায় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও ইডি তলব করেছে। অন্যদিকে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়কে ৬ অক্টোবর ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ৭ অক্টোবর হাজিরার জন্য ইডি আগেই নোটিস পাঠিয়েছিল।
নিয়োগ দুর্নীতি মামলায় ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র সূত্রেই ওই সংস্থার কথা উঠে আসে। বিচারপতি অমৃত সিনহা ওই সংস্থার শীর্ষব্যক্তিদের সম্পত্তির হিসেব দেওয়ার নির্দেশ দেন। অভিষেক অবশ্য সিঙ্গলবেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে অভিযোগ দায়ের করেছেন। ১০ অক্টোবর নিয়োগ মামলায় আদালতে রিপোর্ট জমা দেওয়ার কথা ইডির। ঠিক তার আগের দিন অভিষেককে ইডি তলব করল।
নিউজ ডেস্ক: আবারও অভিষেককে নোটিস পাঠাল ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় আগামী সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছে। সূত্রের খবর ৯ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। ৩ অক্টোবর অভিষেককে ইডি তলব করলেও সেদিন হাজিরা এড়িয়ে যান তিনি। কেন্দ্রের কাছে বকেয়া টাকার দাবি নিয়ে দিল্লিতে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন।
ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ মামলায় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও ইডি তলব করেছে। অন্যদিকে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়কে ৬ অক্টোবর ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ৭ অক্টোবর হাজিরার জন্য ইডি আগেই নোটিস পাঠিয়েছিল।
নিয়োগ দুর্নীতি মামলায় ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র সূত্রেই ওই সংস্থার কথা উঠে আসে। বিচারপতি অমৃত সিনহা ওই সংস্থার শীর্ষব্যক্তিদের সম্পত্তির হিসেব দেওয়ার নির্দেশ দেন। অভিষেক অবশ্য সিঙ্গলবেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে অভিযোগ দায়ের করেছেন। ১০ অক্টোবর নিয়োগ মামলায় আদালতে রিপোর্ট জমা দেওয়ার কথা ইডির। ঠিক তার আগের দিন অভিষেককে ইডি তলব করল।