নিউজ ডেস্ক: আইনি জটে পড়েছেন বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। আর্থিক প্রতারণা মামলায় কখনো নাম জড়িয়েছে জ্যাকলিনের আবার কখনো নোরা ফাতেহির। এবার আইনি জটে বলিউড অভিনেতা রণবীর কপুর। অভিনেতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। অনলাইন গেমিং কাণ্ডে ডাক পড়েছে ঋষিপুত্রর। নেপথ্যে আর্থিক তছরুপের কাণ্ড বলেই সূত্রের খবর। আগামী ৬ অক্টোবর অভিনেতাকে ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।
অনলাইন বেটিং করার জন্য বিভিন্ন অ্য়াপ রয়েছে বাজারে। ক্রিকেট খেলার মরসুমে বিশেষ করে আইপিএল চলার সময় এই অ্যাপগুলি নিজেদের প্রমোট করে। তার জন্য বেছে নেন নামজাদা তারকা ও কনটেন্ট ক্রিয়েটরদের। এমনই এক অ্যাপ মহাদেব বুক অ্যাপ। অন্য একটি মাদার কোম্পানির অধীনস্ত এই কোম্পানির বিজ্ঞাপনের মুখ ছিলেন রণবীর। ইডির সূত্রে খবর, মহাদেব বুক অ্যাপ প্রমোটারদের সঙ্গে আর্থিক লেনদেন সবটাই ক্যাশ টাকাতে করেছিলেন ঋষিপুত্র। পুলিশ এবং ইডির অফিসারেরা একাধিক বার এই সংস্থাকে জিজ্ঞাসাবাদ করেই তা জানতে পেরেছে বলেই জানা গিয়েছে।
ইডি আরো জানিয়েছে যে, এই ঘটনায় ১১২ কোটি টাকা হওয়ালা মারফত একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেওয়া হয়েছিল। আরো ৪২ কোটি টাকা হোটেল বুকিং ও অন্যান্য খাতে ক্যাশ টাকাতেই করা হয়েছিল। জানা গিয়েছে যে, মহাদেব বুক অ্যাপটি সাবসিডিয়ারি কোম্পানির পর্যায়ে পড়ে। তাই ইডির নজর পড়ে এর উপর। শুধুমাত্র রণবীরই নয়, বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীদের এই ঘটনার জেরে ডাকতে পারে ইডি।
মহাদেব বুক অ্যাপ প্রমোটারের কর্ণধার সৌরভ চন্দ্রকারের বিয়ে উপলক্ষে ফেবরুয়ারি মাসে ইউনাইটেট আরব এমিরেটেস-এ নিমন্ত্রিত ছিলেন বলিউডের বেশ কিছু শিল্পী। তাঁদেরকেও ইডি ডাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেই তালিকায় রয়েছেন টাইগার শ্রফ, সানি লিওনি, নেহা কক্কর, আতিফ আসলাম, রাহাত ফাতেহ আলি খান, আলি সাগর, বিশাল দাদলানি, ভারতী সিংহ, ভাগ্যশ্রী, সুখিন্দর সিংহ প্রমুখ।