নিউজ ডেস্ক: সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমেছে। গত অগাস্টের শেষের দিকে গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। এবার তা আরও একশ টাকা কমল। তবে সবার জন্য এই সুবিধা নয়। উজ্জ্বলা যোজনাতেই ১০০ টাকা কমবে গ্যাসের দাম।
রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০ টাকা কমানোর সময়ই উজ্জ্বলা যোজনার গ্যাসে ২০০ টাকা বাড়তি ছাড় দেওয়ার ঘোষণা হয়। এবার তা আরও বাড়ল। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে এই বাড়তি ছাড় ২০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করা হচ্ছে। প্রায় ৯ কোটি গ্রাহক এর সুবিধা পাবেন।
গ্যাসের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল। এর মধ্যেই গ্যাসের দাম কমানোই কিছুটা স্বস্তি পেয়েছে আমজনতা। অনেকের মতে লোকসভা ভোট এবং তার আগে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটকে সামনে রেখেই গ্যাসের দাম কমানো হয়েছে।