নিউজ ডেস্ক: অলিম্পিক্স, বিশ্বজয়ের পর এবার এশিয়ান গেমসেও সোনা জিতলেন নীরজ চোপড়া। বুধবার চিনে চতুর্থ প্রয়াসে সবচেয়ে বেশি দূরত্ব বর্শা ছুড়ে সোনা জিতে নেন। ৮৮.৮৮ মিটার বর্শা ছুড়েছিলেন নীরজ। অন্যদিকে একই ইভেন্টে রুপো জিতেছেন ওড়িশার কিশোর জেনা। তিনি ৮৭.৫৪ মিটার বর্শা ছুড়ে রুপো জিতলেন।
এশিয়ান গেমসে সোনা জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন নীরজ। স্টার্ট লিস্টে দ্বিতীয়তে ছিল তাঁর নাম। নীরজের প্রথম প্রয়াস নিয়ে ঝামেলা হয়। প্রযুক্তির কারণে তা পরিমাপ করা যায়নি। তাঁকে দ্বিতীয়বার ছুড়তে হয়েছিল। একবার ফাউলও করেছেন নীরজ। কিন্তু চতুর্থ প্রয়াসে তাঁর বর্শা যেখানে মাটি ছুয়েছিল ততটা আর কেউ পৌঁছতে পারেননি।
কিশোর জেনা একসময় নীরজের থেকে বেশি দূরত্ব ছুড়েছিলেন। নীরজ উচ্ছ্বসিত হয়ে কিশোরকে জড়িয়েও ধরেন। কিন্তু পরে নীরজ আবার কিশোরকে টপকে যান। কিশোর পরে আর সেই দূরত্ব অতিক্রম করতে পারেননি। তবে এই ইভেন্টে সোনা ও রুপো দুটোই ভারতের ঘরে এল।