নিউজ ডেস্ক: আরও শক্তিশালী ভারতীয় বায়ুসেনা। সেইসঙ্গে দেশীয় প্রযুক্তিতে বিমান তৈরিতে আরও এক ধাপ এগল দেশ। হাতে এল দুই আসন বিশিষ্ট ঘাতক যুদ্ধবিমান ‘তেজস’। বুধবার বেঙ্গালুরুতে এই যুদ্ধবিমানটি বায়ুসেনার হাতে তুলে দেয় হিন্দুস্তান অ্যারোনটিকস্ লিমিটেড(HAL)।
হ্যালের তরফে জানানো হয়েছে, দুই আসন বিশিষ্ট অত্যাধুনিক যুদ্ধবিমানটিকে বায়ুসেনার প্রশিক্ষণের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। তবে প্রয়োজনে যুদ্ধ পরিস্থিতিতেও কাজে লাগানো যাবে এই বিমানটিকে। এর আগে ভারতের হাতে ছিল সিঙ্গল সিট তেজস যুদ্ধবিমান। এবার দেশের মাটিতেই তৈরি হল দুই আসনযুক্ত বিশেষ এই লাইট কমব্যাট এয়ারক্রাফট।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রশিক্ষণ যুদ্ধবিমান নির্মাণ এবং উন্নয়নে অত্যাধুনিক ৪.৫ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যুদ্ধবিমানগুলির ৬৫ শতাংশ যন্ত্রাংশ এবং সরঞ্জাম দেশের সংস্থাগুলিতেই নির্মিত। শত্রুপক্ষের যুদ্ধবিমানগুলিকে নিমেষের মধ্যে খুঁজে বের করে ধুলিসাৎ করার জন্যে এই যুদ্ধবিমানে রয়েছে উন্নতমানের অ্যাকটিভ ইলেক্ট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে(AESA) র্যাডার। সেইসঙ্গে খারাপ আবহাওয়ায় স্পষ্ট দৃশ্যমান্যতার জন্যে এতে রয়েছে বিওয়েন্ড ভিসুয়াল রেঞ্জ মিসাইল(BVR)। এছাড়া এই যুদ্ধবিমানগুলিতে অত্যাধুনিক ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার স্যুট থাকার পাশাপাশি রয়েছে এয়ার-টু-এয়ার(AAR) রিফুয়েলিং অর্থাৎ বাতাসের মধ্যে জ্বালানি বদলানোর ক্ষমতাও।
এদিন এই যুদ্ধবিমান হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় ভাট, বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল ভি আর চৌধুরী সহ আরও অনেকে। বলে রাখা ভালো, হ্যালের সঙ্গে মোট ১৮টি যুদ্ধবিমান কেনার চুক্তি রয়েছে বায়ুসেনার। যারমধ্যে ২০২৩-২৪ অর্থবর্ষে ৮টি বিমান পাবে বায়ুসেনা। ২০২৬-২৭ অর্থবর্ষে বাকি ১০টি বিমান আসবে বায়ুসেনার ঘরে।