নিউজ ডেস্ক: পুর নিয়োগ দুর্নীতিতে
সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভোর রাত থেকে কলকাতা সহ রাজ্যের ১২ জায়গায় এক
যোগে ইডির ম্যারাথন তল্লাশি। সাত সকালেই রাজ্যের খাদ্যমন্ত্রী তথা প্রাক্তন
মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষের বাড়িতে ইডি হানা। খাদ্যমন্ত্রীর বাড়ি
ছাড়াও পুরসভার চেয়ারম্যানের বাড়ি সহ একাধিক জায়গায় এক যোগে তল্লাশি চালাচ্ছে
ইডি। ১২ টি টিমে ভাগ হয়ে ৮০ জন ইডি আধিকারিক নেমেছেন অভিযানে।
সাম্প্রতিক নিয়োগ দুর্নীতি
সংক্রান্ত নথি চেয়ে মধ্যমগ্রাম পুরসভার কাছে নোটিশ পাঠায় ইডি। বর্তমান
চেয়ারম্যান নিমাই ঘোষ জানিয়েছিলেন, নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তিনি পাঠিয়েছিলেন ইডি দপ্তরে। তবে সূত্রের খবর
অয়ন শীলের ফাইল ঘেঁটে বেশ কিছু তথ্য উঠে আসে ইডির হাতে, সেই তথ্যের ভিত্তিতে আজ ভোর ছটায় ইডি আধিকারিকরা হানা দেয়
মন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রাম মাইকেল নগরের বাড়িতে। সকাল থেকেই চলছে ইডির তল্লাশি
অভিযান,বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। প্রায়
পাঁচটি গাড়িতে করে ইডি-এর আধিকারিকরা পৌঁছন খাদ্যমন্ত্রীর বাড়ি। আচমকা এসে
বাড়ির ভিতরে ঢুকে যান ইডি অফিসাররা। গোটা বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা।
এছাড়া দক্ষিণ দমদম পুরসভার ভাইস
চেয়ারম্যান নিতাই দত্তের লেকটাউনের বাড়িতে এবং প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের
বাড়িতেও তল্লাশি অভিযান চালায় ইডি।