নিউজ ডেস্ক: লক্ষ্মীবারের শুরুতেই সোনা এল ঘরে। আর্চারিতে মহিলাদের দলগত বিভাগে সোনা পেল ভারত। টানটান উত্তেজনার মধ্যে চাইনিজ তাইপের তিন মেয়েকে ১ পয়েন্টে হারিয়ে প্রথম স্থান অধিকার করলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচাঁদ ও পরনীত কৌর। সেইসঙ্গে এশিয়াডে দ্বিতীয় সোনা জিতলেন তীরন্দাজেরা।
এদিন প্রথম সেটে ৫৪-৫৬ পয়েন্টে পিছিয়ে পড়ে ভারতীয় দল। কিন্তু দ্বিতীয় সেটে ৫৮-৫৫ ব্যবধানে এগিয়ে যান তাঁরা। তৃতীয় সেটে ফের লক্ষ্য নড়ে যায় পরনীতদের। শেষ সেটের আগে দু’দলের পয়েন্ট হয় ১৭১। যা দেখে সোনা অনেক দূরের গল্প বলে মনে হয়েছিল সকলের।
তারপরই ঘুরে যায় খেলা। দেশের হয়ে সোনা জেতার আশা এবং স্বপ্নপূরণের তাগিদে খেলায় নাটকীয় ভাবে ফিরে আসেন জ্যোতিরা। শেষ সেটে ৫৯-৫৮ পয়েন্ট করেন তাঁরা। ফলে ফাইনালের শেষে দু’দলের স্কোর হয়, ভারতের ২৩০ পয়েন্ট এবং চাইনিজ তাইপের ২২৯ পয়েন্ট। দুটি সেট হেরেও দেশের হয়ে ১৯তম সোনা এনে দিলেন ভারতীয় মহিলা কমপাউন্ড তীরন্দাজিরা।
শুধু তাই নয়। এই জয়ের পরে ৮২তম পদক এল ভারতের ঝুলিতে।