নিউজ ডেস্ক: লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় কোনও রক্ষাকবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল ১০ অক্টোবরের মধ্যে অভিষেককে সব নথি জমা দিতে হবে। ইডি সব নথি না পেলে সমন পাঠাতে পারবে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ কিছু পর্যবেক্ষণের কথা জানিয়েছে।
বিচারপতি সৌমেন বসুর ডিভিশন বেঞ্চ জানায়, ১০ অক্টোবরের মধ্যেই অভিষেককে সব নথি ইডিকে দিতে হবে। ইডি সব নথি না পেলে সমন পাঠাতে পারবে। তবে ১৯ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সমন পাঠানো যাবে না। পুজোর কারণেই ওই সময় সমন পাঠানোয় নিষেধাজ্ঞা। তবে নথি জমা দেওয়ার জন্য বাড়তি সময় দিতে রাজি হয়নি আদালত।
অভিষেককে গত মঙ্গলবার অর্থাৎ ৩ অক্টোবর তলব করেছিল ইডি। সেদিন তিনি হাজিরা দেননি, দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। অভিষেকের বাবা ও মাকে ইডি তলব করেছে। সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক। তাঁর যুক্তি ছিল তাঁকে মামলায় যুক্ত না করেই নির্দেশ দিচ্ছে আদালত। এদিন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ অভিষেককে স্মরণ করিয়ে দেয় ওই তদন্ত আদালতের নজরদারিতে হচ্ছে। ইডিকে ৩১ ডিসেম্বরের মধ্যেই মামলা নিষ্পত্তির কথা জানায় ডিভিশন বেঞ্চ।