নিউজ ডেস্ক: টিউশন পড়তে গিয়ে বাড়ি ফেরা হল না নবম শ্রেণির ছাত্র দেব দে-র। বৃহস্পতিবার সকালে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাঁকুড়ার কোতুলপুরে দুর্ঘটনার এই খবরে শোকের ছায়া নেমে আসে গ্রামে। স্থানীয়রা জানিয়েছেন একটি স্কুল বাস ওই পড়ুয়াকে ধাক্কা মারে।
জানা গিয়েছে সকালে বৃষ্টির মধ্যেই টিউশন যাচ্ছিল দেব। অন্যদিনের মতো তেঁতুলমুড়ি গ্রাম থেকে সাইকেল চড়েই যাচ্ছিল মির্জাপুরে। মদনমোহনপুর হাইস্কুলের নবম শ্রেণির এই ছাত্রের জীবন রাস্তার মধ্যেই শেষ হয়ে যায়। সাইকেল নিয়ে কোতুলপুর-বিষ্ণুপুর রাজ্য সড়কে উঠতেই একটি বাস তাকে ধাক্কা মারে। স্থানীয়রা উদ্ধার করে তাকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা দেবকে মৃত বলে ঘোষণা করেন।বাড়িতে ও স্কুলে খবর দেওয়া হয়। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা হাসপাতালে পৌঁছনোর আগেই সব শেষ হয়ে যায়।ঘটনায় শোকের ছাড়া নেমে আসে গ্রামে।
বৃষ্টির জন্য রাস্তায় লোকজনও কম ছিল। তাই ঘাতক বাসটিকে ধরা যায়নি। পুলিশ বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।