নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জেলবন্দী মানিক ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় নিযুক্ত অধ্যক্ষ ও
এক অধ্যাপিকাকে অপসারণের সিদ্ধান্ত নিল কলকাতা
হাইকোর্ট। যোগেশচন্দ্র চৌধুরী ‘ল’ কলেজের অধ্যক্ষ ও অধ্যাপিকাকে
অপসারণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। অভিযোগ ইউজিসি
নির্ধারিত যোগ্যতা ওই দুজনের নেই। একইসঙ্গে হাইকোর্ট একজন
স্পেশাল অফিসার নিযুক্ত করেছে ওই কলেজে। একজন আইনজীবী অর্ক কুমার নাগকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করা
হয়েছে।
জানা গিয়েছে অধ্যক্ষ পদ থেকে সুনন্দা ভট্টাচার্য এবং অধ্যাপক অচিনা
কুন্ডুকেও অপসারণ করা হয়েছে। শুক্রবার থেকে কলেজে ঢুকতে
পারবেন না ওই দুইজন। নিয়ামক সংস্থা ইউজিসির নির্ধারিত যোগ্যতা নেই ওই দুজনের। বিচারপতি
অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন পুলিশকে সঙ্গে নিয়ে অধ্যক্ষের অফিসে তালা দেবেন ওই স্পেশাল অফিসার। শুক্রবার কলেজের পরিচালন সমিতির ভোটে ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া
হয়েছে আদালতের তরফে।
অভিযোগ মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ হওয়ার সুবাদে
ওই দুজন ওই বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পেয়ে যান। এই
সংক্রান্ত অভিযোগ পাওয়ার পরেও কলেজ কর্তৃপক্ষ কোন পদক্ষেপ করেনি। এমনকি কলকাতা পুলিশকে ৯ অক্টোবরের মধ্যে আদালতের
রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে
কলকাতার পুলিশ কমিশনারের কাছ থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মৌখিক প্রত্যাশা রেখেছেন যাতে পুরো বিষয়টির গুরুত্ব বিবেচনা করে উপযুক্ত
তদন্ত করা হয়। এক্ষেত্রে কলকাতা পুলিশের কমিশনারের কাছে আবেদন করা হবে যাতে
গোটা বিষয়টির তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দেওয়া হয়।