নিউজ ডেস্ক: বুধবার রাতে হঠাৎ করেই সলমন খানের বাড়িতে হাজির হয়েছিলে অরিজিৎ সিং। তাঁকে সলমনের মুম্বইয়ের বাড়িতে যেতে দেখেই ফিসফাস শুরু হয়েছে বলিপাড়ার অন্দরে। তবে কি এতদিন পরে বরফ গলেছে? নয়-নয় করে ন’টি বছর গড়িয়ে গিয়েছে সলমন ও অরিজিতের বিবাদের। এবার অরিজিৎকে সলমনের বাড়িতে ঢুকতে দেখেই জল্পনা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে। অরিজিৎ সিং-কে কি তবে মাফ করলেন সলমন? এই প্রশ্নই ঘুরছে সকলের মনে।
বুধবার রাতে মুম্বইয়ে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অরিজিতের গাড়ি ঢুকতে দেখেন পাপারাৎজিরা। তাঁদের তোলা ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োটি পোস্ট করা হয় সলমন খানের একটি ফ্যান পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়, ‘সলমনের গ্যালাক্সিতে অরিজিৎ, কী ঘটতে চলেছে কে জানে?’ ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর অনেকে মনে করছেন সলমনের আসন্ন ছবি টাইগার ৩-এর জন্য গান গাইতে চলেছেন অরিজিৎ।
প্রসঙ্গত, নয় বছর আগে একটি অনুষ্ঠানে সেরা গায়ক হিসেবে পুরস্কার পেয়েছিলেন অরিজিৎ সিং। সেই অনুষ্ঠানটি সঞ্চালনা করার দ্বায়িত্বে ছিলেন ভাইজান। এদিকে সারারাত রেকর্ডিং করার পরে পরের দিন সকালে অনুষ্ঠানে যোগ দিতে এসে ঘুমিয়ে পড়েছিলেন অরিজিৎ। পুরস্কার নিতে আসতে দেরি হওয়ায় মজার ছলে তাঁকে সলমন বলেছিলেন অরিজিৎ ঘুমিয়ে পড়েছিলেন কিনা। উত্তরে অরিজিৎ বলেছিলেন যে আপনারাই ঘুম পাড়িয়ে দিলেন। মজার ছলে হলেও অপমানিত বোধ করেছিলেন সলমন। ফলে সেই থেকে তাঁর কোনো ছবিতে গান গাননি অরিজিৎ। এবার তাই সলমনের বাড়িতে অরিজিৎকে ঢুকতে দেখেই মিটমাট হয়েছে বলেই মনে করছেন অনুরাগীরা।