নিউজ ডেস্ক: অপহরণ করে এক পড়ুয়াকে খুনের অভিযোগ উঠল। নিউটাউনে ভাড়াবাড়িতে খাটের নীচে স্যুটকেসের মধ্যে থেকে ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। মৃত পড়ুয়ার নাম সাজিদ হোসেন। তাঁর বাড়ি মালদার কালিয়াচকে। ডাক্তারির প্রবেশিকার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত চার অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন সাজিদ হোসেন। তিনি মহিষবাথান বক্স ব্রিজের কাছে ভাড়া থাকতেন। সেখানে থেকেই ডাক্তারির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বন্ধুদের থেকে খবর পেয়ে পরিবারের লোকজন এসে পরের দিন নিউটাউন থানায় নিখোঁজ ডায়েরি করে। শুক্রবার ভোরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। সাজিদ হোসেনের মুখে সেলোটেপ আটকানো ছিল।
পরিবারের দাবি সাজিদকে অপহরণ করে খুন করা হয়েছে। ৩০ লক্ষ টাকা মুক্তিপণও চাওয়া হয়েছিল। পরিবারের সূত্রে জানানো হয়েছে, পাঁচ অক্টোবর বিকেলে সাজিদের মোবাইলে একটি ছবি আসে। সাজিদের মুখ সেলোটেপ দিয়ে বাঁধা অবস্থার ছবিটি কিছুক্ষণ পর আবার মুছেও দেয় প্রেরক।
এই ঘটনায় গৌতম নামে এক যুবক-সহ চারজনকে আটক করেছে পুলিশ। নিউটাউনে সেকেন্ড তারুলিয়াতে গৌতমের বাড়ি থেকেই সাজিদের দেহ উদ্ধার হয়। গৌতমের একটি চায়ের দোকান আছে। ওই দোকানে সাজিদের যাতায়াত ছিল।