নিউজ ডেস্ক: দেশের মাটিতে
বিশ্বকাপের বোধন হয়ে গিয়েছে। গতবারের চ্যাম্পিয়ন ও রানার্স টুর্নামেন্টের উদ্বোধনী
ম্যাচে মুখোমুখি হয়েছিল। কিউয়িরা জয় দিয়ে বিশ্বকাপ সফর শুরু করেছে। ভারত এখনও
বিশ্বকাপে নামেনি। রবিবার রোহিত শর্মাদের প্রথম ম্যাচ। চেন্নাইয়ে প্যাট কামিন্সের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। হাতে রয়েছে ১টা দিন। এরই মাঝে প্রবল চাপে ভারত।
শোনা যাচ্ছে ভারতীয় দলের এক তারকা ক্রিকেটারের ডেঙ্গি হয়েছে। যে কারণে ওই তারকা
ক্রিকেটারকে সম্ভবত ভারতের প্রথম ম্যাচে নাও পাওয়া যেতে পারে। তবে কে আক্রান্ত
হলেন ডেঙ্গিতে? জানা গিয়েছে ভারতীয়
ক্রিকেটার শুভমন গিল ডেঙ্গিতে আক্রান্ত।
শুভমন যদি একান্তই প্রথম ম্যাচে
খেলতে না পারেন, তাহলে ওপেন করতে দেখা যেতে পারে ঈশান
কিশনকে। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বাঁহাতি ওপেনার খেলতে পারেন অস্ট্রেলিয়ার
বিরুদ্ধে। লোকেশ রাহুলও দলে রয়েছেন। এক সময় তিনি ওপেন করতেন রোহিতের সঙ্গে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে সেটাও করতে পারেন রাহুল। তবে মিডল অর্ডারেই রাহুলকে এখন
বেশি পছন্দ দলের। তাই ঈশান দলে থাকায় ওপেনার হিসাবে তরুণ বাঁহাতি ব্যাটারকেই দেখা
যেতে পারে।
চলতি বছরে দুরন্ত ছন্দে রয়েছেন শুভমন
গিল। ২০২৩ সালে এখনও অবধি আন্তর্জাতিক এক দিনের ম্যাচে শুভমন গিল করেছেন ২০টি ইনিংসে
১২৩০ রান। তার মধ্যে রয়েছে ৫টি শতরান ও ৫টি অর্ধশতরান। এই পরিসংখ্যানই বলে দেয়
পঞ্জাব তনয় এ বছর ক্রিকেটটা দারুণ উপভোগ করছেন এবং তার ফলও পাচ্ছেন।