নিউজ ডেস্ক: মুম্বইয়ের বহুতালে বিধ্বংসী আগুন। মৃত কমপক্ষে ৭ জন। দু’জন শিশুও রয়েছে তাদের মধ্যে বলে খবর। সেইসঙ্গে আহত আরও ৪০ জন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মুম্বই পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার ভোররাত ৩টে নাগাদ গোরেগাঁওয়ের বহুতলটিতে আগুন লাগে। দমকল বাহিনীকে খবর দেওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় তারা। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজও শুরু করে দেয় তারা। ব্যবহার করা হয় ৮টি ইঞ্জিন। আগুনের তীব্রতা অত্যাধিক থাকায় তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেয়ে যান দমকলকর্মীরা। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। তারপর বাড়ির ভেতরে আটকে পড়া সকলকে উদ্ধার করেন দমকলকর্মীরা।
ভয়াবহ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “অগ্নিকাণ্ডে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারে প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। মুম্বই পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।”