নিউজ ডেস্ক: রণবীর কপুরের পর এবার মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতিতে নাম জড়াল বলিউডের আরো এক প্রথম সারির অভিনেত্রীর। ইডির সমন পেলেন অভিনেত্রী শ্রদ্ধা কপুর। আজ, শুক্রবারই তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। মহাদেব বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগেই এই সমন বলে জানা গিয়েছে। এর আগে তিনি ছাড়াও বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীদের সমন পাঠিয়েছে ইডি। এর মধ্যে রয়েছেন কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানও। গতকালই তাঁদের সমন পাঠিয়েছে ইডি।
গত সেপ্টেম্বর মাসে এই মহাদেব বেটিং অ্যাপের চক্রটি সামনে আসে। কলকাতা সহ আরো তিনটি শহরে তল্লাসি চালিয়ে ৪১৭ কোটি টাকা উদ্ধার করে ইডি। তাঁরা আরো জানতে পারে যে, এই সকল অভিনেতা-অভিনেত্রীরাও এই বেটিং অ্যাপ চক্রের সঙ্গে বিভিন্নভাবে জড়িত ছিলেন। তারপরেই গত বুধবার ঋষিপুত্র রণবীরকে সমন পাঠায় ইডি। বৃহস্পতিবার বাকিদের সমন পাঠানো হয়েছে। সকলেই একই দিনে, অর্থাৎ শুক্রবার দেখা করার নির্দেশ দিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা।
চলতি বছরেই সংযুক্ত আরব আমিরশাহিতে বিয়ের আসর বসেছিল এই অ্যাপের কর্ণধার ও প্রচারক সৌরভ চন্দ্রকরের। সেই অনুষ্ঠানে নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন গায়ক আতিফ আসলাম, সুখবিন্দর সিংহ, রাহত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, নেহা কক্কর, টাইগার শ্রফ, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, এলি আব্রাম, নুসরত ভারুচা, সানি লিওনি, ভাগ্যশ্রীর মতো তারকারা। শ্রদ্ধা-রণবীর ও ডেকে পাঠানো এই অভিনেতারা ছাড়াও ইডির নজরে রয়েছেন এই বিয়েতে যোগ দেওয়া বলিউড তারকারা। শুধু তাই নয়, ইডির স্ক্যানারে রয়েছেন কৌতুকাভিনেতা ভারতী সিংহ, কৃষ্ণা অভিষেকও।