নিউজ ডেস্ক: পুজোর আগে খুশির খবর দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া(RBI)। মনিটরি পলিসি কমিটি(MPC)-এর বৈঠকের পর রেপো রেট(Repo Rate) অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাংক। শুক্রবার গভর্নর শক্তিকান্ত দাশ জানান, রেপো রেট ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখছে আরবিআই। আর্থিক নীতি নির্ধারক কমিটির বৈঠকে সর্বসম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, এই নিয়ে চতুর্থবার অপরিবর্তিত থাকল রেপো রেট।
রেপো রেট অপরিবর্তিত থাকলেও উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ে অনিশ্চিয়তার মেঘ রয়েছে এখনও। এদিন নীতি বিবৃতি নিয়ে আলোচনার সময় এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের উদ্বিগ্নের কথা স্পষ্ট জানান গভর্নর দাশ। দেশের আর্থিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি বৃদ্ধিতে এর কারণে ঝুঁকি থেকে যাচ্ছে বলে জানান তিনি। তবে এই পরিস্থিতি থেকে বেরনোর জন্য যথাযথ চেষ্টা করা হচ্ছে বলেও জানান গভর্নর দাশ।
এদিন আরবিআই গভর্নর স্পষ্ট জানান, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে খাদ্যপণ্যে মূল্যবৃদ্ধিও খুব একটা কমবে না। তিনি জানান, চলতি অর্থবর্ষে আসল প্রবৃদ্ধির হার ৬.৫ শতাংশ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আসল প্রবৃদ্ধির হার ৬.৬ শতাংশ হতে পারে বলে জানান দাশ।
প্রসঙ্গত, গত অগাস্ট মাসেই মূল্যবৃদ্ধির হার ৬.৮৩ শতাংশ পৌঁছেছিল। সেপ্টেম্বর মাসে সেই মূল্যবৃদ্ধির হার কতটা হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে গভর্নর শক্তিকান্ত দাশ জানান, মনিটারি পলিসি এমনভাবে নেওয়া হয়েছে যা হঠাৎ খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধিকে সামাল দিতে পারে।