নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের আর্থিক ও সার্বিক উন্নয়নকে সামনে রেখেই মোদীর প্রশংসা করেন তিনি। পুতিন বলেন, “জাতীয় স্বার্থে ভারতীয় নেতৃত্ব স্বাধীনভাবে কাজ করছে”। পুতিনের স্পষ্ট বক্তব্য, মোদীর হাত ধরেই আজ উন্নতির শিখরে ভারত। সোচির রাশিয়ান ব্ল্যাক সি রিসর্টে বৃহস্পতিবার ভাষণের সময় মোদীর প্রশংসা করে পুতিন বলেন, “ভারতের জনসংখ্যা দেড়শো কোটির উপর, আর্থিক বৃদ্ধির হার সাত শতাংশ, এটা একটা ক্ষমতাবান ও শক্তিশালী দেশ। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আরও শক্তিশালী হচ্ছে”।
চলতি অর্থবর্ষে ভারতের অর্থনীতির অগ্রগতি নজর কাড়ার মতো। প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ৭.৮ শতাংশ। আর্থিক বৃদ্ধির হারে বিশ্বের অনেক দেশকেই পিছনে ফেলে দিয়েছে ভারত। এমনকী অনেক সংস্থাকে ভারতের আর্থিক বৃদ্ধির অনুমান সংশোধন করতে হয়েছে। নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বাধীন ভারতের এই আর্থিক বৃদ্ধির হার পুতিনেরও নজর এড়ায়নি।
তবে মোদীর প্রশংসার পাশাপাশি পশ্চিমী দেশগুলির কড়া সমালোচনাও করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, “পশ্চিমী দেশগুলির মনোভাব হল, তাদের একচেটিয়া অধিকারের সঙ্গে সহমত না হলে শত্রু তৈরি করা। সবাই বিপদের মধ্যে রয়েছে। ভারতেরও সমস্যা হতে পারে। কিন্তু ভারতীয় নেতৃত্বে স্বাধীনভাবে জাতীয় স্বার্থে কাজ করে চলেছে”।
এর আগেও প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন পুতিন। মোদীকে ‘জ্ঞানী ব্যক্তি’ বলে সম্বোধন করেছেন। জি-২০ সম্মেলনে পুতিনের নয়া দিল্লি না-আসা নিয়ে জলঘোলা হয়েছিল। অনেকেই সম্পর্ক খারপ হচ্ছে বলে সংশয় প্রকাশ করেছিলেন। যদিও পরে দেখা যায় পুতিন ফোন করে মোদীর সঙ্গে কথা বলেছেন। জি-২০ সম্মেলনে দিল্লি ডিক্লেয়ারেশনকে মাইল স্টোন বলে উল্লেখ করেছে রাশিয়া।
এদিন কার্যত সব সন্দেহ দূর করে দৃঢ়তার সঙ্গে পুতিন বলেন, “পশ্চিমের দেশগুলি চাইলেও মস্কো ও দিল্লির মধ্যে ফাটল ধরাতে পারবে না”।
জানা গেছে, ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে রাশিয়া। আর্থিক সুরক্ষা ও সাইবার অপরাধের বিরুদ্ধে একসঙ্গে কাজ করবে দুই দেশ। মোদীর নেতৃত্বে ভারত যে এগিয়ে চলেছে তা একাধিকবার বলেছেন পুতিন। প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির প্রশংসা করেছেন। আর এসব নিয়েই ভারত যে মোদীর নেতৃত্বে শক্তিশালী হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট তা আবারও বুঝিয়ে দিলেন।