নিউজ ডেস্ক: যতই কালো কাচে ঢাকা গাড়িতে চড়ে ঘুরে বেড়ান না কেন তিনি যে আসলে ভালো মনের মানুষ তা প্রমাণ করে দিলেন অভিনেতা গুরমিত চৌধুরি। ঘটনাটি মুম্বইয়ের আন্ধেরির। গাড়িতে করে যাওয়ার পথে হঠাৎ করেই গুরমিত দেখেন এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। তৎক্ষণাৎ তাঁকে সাহায্যের জন্য নেমে আসেন তিনি। ফুটপাতের উপর বসেই সেই ব্যক্তিকে সিপিআর দিতে শুরু করেন তিনি। পরে দ্রুত হাসপাতালে পৌঁছে দেযারও ব্যবস্থা করেন অভিনেতা।
সম্প্রতি ভাইরাল হয়েছে ওই ব্যক্তিকে সিপিআর দেওয়ার ভিডিয়োটি। গুরমিতের এমন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর থেকেই শুভেচ্ছা বন্যায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে যে, অসুস্থ ব্যক্তিটির বুকে পাম্প করছেন অভিনেতা। অন্য এক ব্যক্তি হাত-পা ঘষে দিচ্ছিলেন। এরপর উপস্থিত স্থানীয়দের সাহায্যে তাঁকে দ্রুত হাসপাতালেও পৌঁছে দেন গুরমিত।
কমেন্ট সেকশনে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। অনেকে লেখেন ‘গুরমিত প্রকৃতপক্ষেই হিরো’। আবার অনেকে বলেন প্রত্যেকেরই বেসিক CPR দেওয়ার পদ্ধতি জানা উচিত। দিন দিন কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনা বাড়ছে। কারোর কথায়, ‘গুরমিত চৌধুরী সত্যিই একজন ভালো মানুষ। অন্য অভিনেতা হলে হয়ত পাশ কাটিয়ে চলে যেতেন বা শুধু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে চলে যেতেন।’ সমাজে গুরমিতের মতো আরও লোকের প্রয়োজন বলেও মন্তব্য করেছেন অনেকে।