নিউজ ডেস্ক: অফিস টাইমে দমদম ক্যান্টন্মেন্ট স্টেশনে রেল অবরোধ। নাজেহাল হলেন অফিসমুখী যাত্রীরা। জেসপ কারখানার শ্রমিকদের বাঁচানোর দাবিতে দমদম
ক্যান্টোরমেন্ট স্টেশনে তৃণমূলের শ্রমিক
সংগঠনের পক্ষ থেকে অবরোধের পাশাপাশি বিক্ষোভ দেখানো হয় শুক্রবার। ট্রেন লাইনে শুয়ে পড়ে বিক্ষোভকারীরা। বিক্ষোভের ফলে
ট্রেন চলাচল ব্যাহত হয় দীর্ঘক্ষণ। অফিস টাইমে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় পাল্টা বিক্ষোভ দেখায়
যাত্রীরা। রেল পুলিশ ও দমদম থানার পুলিশ আসলে আধ ঘন্টা পর বিক্ষোভ তুলে নেওয়া হয়।
Tags: NULL