নিউজ ডেস্ক: রাজ্যপাল কলকাতায় ফেরা পর্যন্ত
রাজভবনের সামনেই বসে থাকবেন অভিষেক, রাতদিন অবস্থানের ঘোষণা।
রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য বৃহস্পতিবার সময় চেয়েছিল তৃণমূল।
অভিষেক রাজভবনের সামনের সমাবেশ থেকে জানান, “ডেরেক ও ব্রায়েনকে জানানো হয়েছিল। কয়েক ঘন্টার ব্যবধানে উত্তরবঙ্গে যেতে বলা হয়। জমিদারি নাকি!”
তড়িঘড়ি নিজের ইচ্ছেমত ডাকাকেই ‘জমিদারি মানসিকতা’ বলে কটাক্ষ করেন
অভিষেক। উল্লেখ্য, এর আগে তিনি দিল্লি অভিযানের
সময় কেন্দ্রের বিজেপি সরকারকেও ‘জমিদার’ কটাক্ষ করেছিলেন। অভিষেকের কটাক্ষের কয়েক
ঘণ্টার মধ্যেই রাজভবন সূত্রে রাজ্যপালের জবাব মেলে। বোস বলেন ” জমিতে বা মাটির কাছাকাছি পৌঁছনো জমিদারি
নয়। বরং, জমিতে না নেমে শহরের বিলাসী আস্তানায় বসে কৃষকদের নিয়ন্ত্রণ করা হল নব্য জমিদারি। রাজ্যপালের কাছে এই মাটি এবং তার মানুষ
পবিত্র।’’ তার মতে ‘‘গ্রামে গ্রামে পৌঁছে
যাওয়ার অর্থ তৃণমূলে পৌঁছে যাওয়া। তৃণমূল কি তাহলে অন্যদের তৃণমূলে পৌঁছতে বাধা
দিতে চায়? কিসের ভয় তাদের? তারা কি
নিজেদের জমিদারি হারানোর ভয় পাচ্ছে?’’
রাজ্যপালের পাশে দাঁড়িয়েছে বিজেপি সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করে। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন , ” রাজ্যপাল সঠিক কাজ করেছেন তাই গাত্রদাহ হচ্ছে অভিষেকের” রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক
রাজ্যপালের উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করে বলেন, ‘‘বন্যাবিধ্বস্ত
এলাকায় রাজ্যপাল পর্যটক হিসাবে যাচ্ছেন।’’ এরও জবাব দিয়েছেন বোস। সেচমন্ত্রীর
প্রতি তাঁর উত্তর ” আমি এবং এখানে আসা মন্ত্রী দুজনেই পর্যটক। অন্তত মানুষ কেমন আছে এটা দেখা আমাদের কর্তব্য”।