নিউজ ডেস্ক: অবশেষে স্বপ্নপূরণ! অবশ্য বদলা নেওয়াও বটে। জাকার্তা এশিয়ান গেমসে যে টিমের কাছে হেরে ফিরেছিল, হানঝাউয়ে সেই জাপানকে হারিয়ে হকিতে সোনা আনল ভারত। সেইসঙ্গে প্যারিস অলিম্পিকের টিকিটও নিশ্চিত করে ফেললেন হরমনপ্রীত সিং, ললিত উপাধ্যায়, অমিত রোহিদাসরা।
এদিন ফাইনালে ৫-১ গোলে জাপানকে হারিয়েছে ভারত। জোড়া গোল করলেন হরমনপ্রীত সিং। একটি করে গোল করেন মনপ্রীত সিং, অমিত রোহিদাস এবং অভিষেক। আর তাতেই সোনা আসে ভারতের ঝুলিতে। সেইসঙ্গে এ বারের এশিয়াডে এই নিয়ে ২২টি সোনা জিতল ভারত।
গ্রুপ পর্বে জাপানকে ৪-২ গোলে হারিয়েছিল ভারত। প্রথম কোয়ার্টারেই এগিয়ে গিয়েছিল ৩-০ গোলে। কিন্তু শনিবারের ম্যাচে জাপান অনেক বেশি সংগঠিত হয়ে নেমেছিল মাঠে। ফলে প্রথম দিকে গোল করতে পারছিল না ভারতীয় খেলোয়াড়েরা। কিন্তু সময় এগানোর সঙ্গে সঙ্গে জাপানের ডিফেন্সকে অনায়াসে ভেঙে দেয় ভারত। গুণে গুণে ৫টি গোল করে তারা। আর তাতেই চতুর্থ সোনা এল হকিতে।
প্রসঙ্গত, ১৯৫৮ সালে প্রথম এশিয়াডে সোনা পায় ভারত। ৮ বছর পর আবার এসেছিল সোনা। কিন্তু তারপর কিছুটা ম্লান হয়ে যায় হকির মহিমা। অবশেষে ২০১৪ সালে পদক আসে হকিতে। এবার চতুর্থ সোনা পেল ভারত।