নিউজ ডেস্ক: শনিবার বা রবিবার পুজোর বাজারে বাধা হবে না বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর এমনই আশ্বাস দিয়েছে। নিম্নচাপের জেরে বৃষ্টিতে জেরবার হতে হয়েছিল। আগাম পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকেই বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে।
যদিও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে সেই সম্ভাবনাও খুব কম। ফলে শনিবার ও রবিবার বৃষ্টি হলেও পুজোর মুখে শপিংয়ে বিশেষ বাধার সৃষ্টি করবে না। বৃষ্টি না হলেও ঘামে ভিজতে হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। তাপমাত্রা তিন ডিগ্রি বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে আবহাওয়ার আরও উন্নতি হবে। রোদ ঝলমলে আকাশ থাকবে বুধবার পর্যন্ত।
উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনাও কম।
বৃষ্টির ফাঁড়া কেটেছে জানাল আবহাওয়া দফতর, সপ্তাহান্তে কেনাকাটা করতে ঘামে ভিজতে হবে
নিউজ ডেস্ক: শনিবার বা রবিবার পুজোর বাজারে বাধা হবে না বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর এমনই আশ্বাস দিয়েছে। নিম্নচাপের জেরে বৃষ্টিতে জেরবার হতে হয়েছিল। আগাম পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকেই বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে।
যদিও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে সেই সম্ভাবনাও খুব কম। ফলে শনিবার ও রবিবার বৃষ্টি হলেও পুজোর মুখে শপিংয়ে বিশেষ বাধার সৃষ্টি করবে না। বৃষ্টি না হলেও ঘামে ভিজতে হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। তাপমাত্রা তিন ডিগ্রি বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে আবহাওয়ার আরও উন্নতি হবে। রোদ ঝলমলে আকাশ থাকবে বুধবার পর্যন্ত।
উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনাও কম।