নিউজ ডেস্ক: বিগত বছরগুলির মতো মতো এবারেও
দুর্গাপুজোয় বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা মেট্রো। পরিষেবা মিলবে সারারাত। ফলে রাতে
ঠাকুর দেখতে যাওয়া, বা ঠাকুর দেখে
ফেরার পথে কোনওরকম সমস্যায় পড়তে হবে না দর্শনার্থীদের। এই মেট্রো বিশেষ পরিষেবা
দুর্গাপুজো পঞ্চমী থেকেই শুরু হয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক নজরে জেনে নেওয়া
যাক পুজোর মেট্রো পরিষেবা।
যাত্রীদের সুবিধার্থে পঞ্চমী এবং
ষষ্ঠীতে ২৮৮টি পরিষেবা দেবে কলকাতা মেট্রো। পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৫০ মিনিট
থেকে,
চলবে মধ্যরাত পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৫ অথবা ৬ মিনিট
অন্তর পাওয়া যাবে মেট্রো।
এরপর দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ২৪৮টি পরিষেবা দেবে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো চলবে দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত। ব্যস্ত সময়ে ৬
অথবা ৭ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা। বিজয়ার দিন ১৩২টি মেট্রো
পরিষেবা চলবে কলকাতা জুড়ে। মেট্রো চলবে বেলা ১টা থেকে রাত ১১টা পর্যন্ত। প্রতি ৭ মিনিট
অন্তর চলবে মেট্রো।