নিউজ ডেস্ক: ‘ইস বার ১০০ পার’! এই স্লোগান দিয়ে ১৯তম এশিয়ান গেমসে যাত্রা শুরু করেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। মেয়েদের কবাডিতে সোনা আসতেই প্রত্যাশা পূর্ণ হল ভারতের। এশিয়াডে হল পদকের সেঞ্চুরি।
শুক্রবার ভারতের পদকের সংখ্যা ছিল ৯৫টি। শনিবার সকাল থেকেই একের পর এক পদক আসে ভারতের ঘরে। তিরন্দাজিতে সোনা জেতেন জ্যোতি ভেন্নাম। ব্রোঞ্জ জেতেন অদিতি। তিরন্দাজিতে ছেলেদের ব্যক্তিগত বিভাগে দেশকে সোনা এনে দেন ওজাস দেওতালে। একই ইভেন্টে রুপো পান অভিষেক বর্মা। এরপরই কাবাডিতে সোনা জেতেন ভারতের মেয়েরা। ফলে ভারতের পদক সংখ্যা হয় ১০০টি।
দেশের এই সাফল্যে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “এশিয়ান গেমসে ঐতিহাসিক সাফল্য ভারতের। ১০০টি পদকের অসাধারণ মাইলফলক ছোঁয়ায় রোমাঞ্চিত ভারতের মানুষ। যাঁদের প্রচেষ্টায় ঐতিহাসিক এই মাইলস্টোন ছুঁয়েছে দেশ, অসাধারণ সেই ক্রীড়াবিদদের আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের প্রত্যেকের হৃদয় গর্বে ভরে উঠেছে। ১০ তারিখে এশিয়ান গেমস দলকে অভ্যর্থনা জানাব। আমাদের অ্যাথলিটদের সঙ্গে কথা বলব।”
Tags: NULL