নিউজ ডেস্ক: আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় দুর্নীতি মামলায় একযোগে একাধিক জায়গায় হানা দিল সিবিআই। শনিবার সাতসকালেই তিন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে সকালেই সিবিআই পৌঁছে যায়। সহ হিসাবরক্ষক শম্পা চৌধুরীর বাড়িতেও তল্লাশি চলছে।
আলিপুরদুার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে। অনেকেই সমবায়ে গচ্ছিত টাকা দিনের পর দিন ঘুরলেও ফেরত পাননি। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মহিলা ঋণদান সমিতির একাধিক উপভোক্তা মামলা দায়ের করেছিলেন। তাঁদের অভিযোগ, সমবায় সমিতিতে প্রায় ২১ হাজার ১৬৩ জন টাকা বিনিয়োগ করেছিলেন। এক মামলাকারীর দাবি ছিল, সব মিলিয়ে মোট ৫০ কোটি টাকা রাখা হয়েছে। পরে সমিতির সদস্যরা জানতে পারেন এই সমিতি ‘বিলুপ্ত’ গিয়ে গিয়েছে। অথচ, উপভোক্তা ও গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করে সেই টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু তারা প্রতাড়িত হন বলে অভিযোগ করেন।
সিআইডির কাছ থেকে নিয়ে ওই মামলায় সিবিআই ও ইডিকে তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিআইডি নথি হস্তান্তর করেনি বলে আদালতে জানিয়েছিল সিবিআই। এমনকী সিআইডি আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জিও জানিয়েছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই আবেদন খারিজ করে রাজ্যকে জরিমানাও করেছিল। রাজ্য এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চেও আবেদন করে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জরিমানা মকুব করলেও ইডি ও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন। সেই মতো এই সমবায় সমিতিতে আর্থিক গরমিলের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।