নিউজ ডেস্ক: জমা জলের সমস্যা দূর করতে গিয়েও বাধার মুখে পড়তে হচ্ছে। এবার নতুন নিকাশি নালার কাজ করতে পুরসভাকে বাধা দেওয়ার অভিযোগ উঠল। এনিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার সময় মেজাজ হারালেন গৌতম দেব। এমনকী তেমন হলে পুলিশ বা সেনা ডেকে কাজ করাবেন বলে হুমকিও দিলেন শিলিগুড়ির মেয়র।
শনিবার কালিম্পঙে ত্রাণের কাজে যাওয়ার আগে ৩১ নং ওয়ার্ডে গিয়েছিলেন গৌতম দেব। শিলিগুড়ির ৩১ ও ৩২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে। সমস্যা দূর করতে হিম পাইপের মাধ্যমে জমা জল মহানন্দায় নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে পুরসভা। এজন্য ৩১ নং ওয়ার্ডের পিডব্লিউডি মোড় এলাকায় নিকাশি নালা নির্মাণ করা হবে। কিন্তু সেখানকার ব্যবসায়ীরা এই কাজে বাধার সৃষ্টি করে বলে অভিযোগ।
শনিবার মেয়র ৩১ নং ওয়ার্ডে গেলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগে মেজাজ হারান। তখনই গৌতম দেব বলেন, “নিকাশি নালা মাটির নীচ দিয়ে হবে। কোনও ব্যবসায়ীর দোকান ভাঙা পড়বে না। কোনও অসুবিধা হবে না। কষ্ট করে টাকা জোগার করেছি। অশোকনগরের দীর্ঘদিনের সমস্যার নিরসন হবে। এরপরেও যদি বাধা দেন তাহলে পুলিশ, মিলিটারি দিয়ে এই কাজ করিয়ে নেব”।
বহুদিন ধরেই এই কাজ আটকে রয়েছে। ৩১ নং ওয়ার্ডের শীতলপাড়া এলাকায় এই কাজ করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে পড়তে হয়। তারপরই পিডব্লিউডি মোড় দিয়ে নিকাশি নালার কাজ শুরুর পরিকল্পনা হয়।