নিউজ ডেস্ক: এক বছরের বেশি সময়
পেরিয়ে গেলেও, রাশিয়া-ইউক্রেন
যুদ্ধে ইতি পড়ার লক্ষণ নেই। তার মধ্যেই এবার প্যালেস্টাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ইজরায়েল। শনিবার
প্যালেস্তাইন সশস্ত্র সংগঠন ‘হামাস‘ গাজা থেকে প্রথম ইজরায়েলের উদ্দেশে রকেট নিক্ষেপ করে বলে
অভিযোগ। একটি বা দু‘টি নয়, ঝাঁকে ঝাঁকে প্রায় ৫০০০ রকেট ছোড়া হয় গাজা থেকে। ইজরায়েলের
বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বলে জানায় ‘হামাস‘। তার পরই প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল
সরকার।
শনিবার সকালে পর পর এই ঘটনাক্রমের
জেরে এই মুহূর্তে উত্তাপ বাড়ছে আন্তর্জাতিত রাজনীতিতে। ইজরায়েলের অভিযোগ, গাজা থেকে ছুটে আসা রকেটের আঘাতে এক মহিলার মৃত্যু হয়েছে।
তাতেই যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে তারা। তাদের দাবি, গাজা থেকে সশস্ত্র উগ্রপন্থীরা ইতিমধ্যেই অনুপ্রবেশ শুরু
করে দিয়েছে। ইজরায়েলের তরফে দেশের নাগরিকদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে।
ফলে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইজরায়েলি সেনা জানিয়েছে, দলে দলে জঙ্গিরা ইজরায়েলে অনুপ্রবেশ করেছে। ঝাঁকে ঝাঁকে
রকেট উড়ে আসার পর সকাল থেকে জেরুসালেম-সহ দেশের বিভিন্ন প্রান্তে সাইরেন বেজে
চলেছে। ‘হামাস‘ সংগঠনকে জঙ্গি
সংগঠন বলে মানে ইজরায়েল। ‘হামাস‘ কমান্ডার মহম্মদ
দিইফও ইজরায়েলের বিরুদ্ধে ‘অপরারেশন আল-আকসা
স্টর্ম‘-এর ঘোষণা করেছেন। প্যালেস্তিনীয়দের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে
আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, “যথেষ্ট হয়েছে। এবার সময় এসেছে ঝাঁপিয়ে পড়ার।
মহম্মদ দিইফকে জঙ্গি বলে ঘোষণা করেছে
ইজরায়েল। একাধিক বার তাঁকে নিকেশ করার চেষ্টাও হয় ইজরায়েলের তরফে। কিন্তু
প্রতিবারই প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। বর্তমানে জনসমক্ষে আসেন না তিনি। বরং অডিও
এবং ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে নিজের বার্তা পৌঁছে দেন। অতি সম্প্রতিই ফের ইজরায়েল
এবং প্যালেস্তাইনের মধ্যে নতুন করে সংঘাত দেখা দেয়। বেশ কয়েক সপ্তাহ ধরে ইজরায়েলের
দখলে থাকা ওয়েস্ট ব্যাঙ্কে বোমা-গুলি বিনিময় চলছিল। তাতে প্রায় ২০০ প্যালেস্তিনীয়র
মৃত্যুর খবর মিলেছে। প্যালেস্তাইনে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগও উঠেছে ইজরায়েলের
বিরুদ্ধে। তাদের দাবি, জঙ্গিদের বিরুদ্ধে
অভিযান চালানো হয়। যদিও প্যালেস্টাইনের দাবি, ঘরে ঘরে ঢুকে অত্যাচার চালানো হয়েছে। বেছে বেছে ইজরায়েল বিরোধীদের নিশানা করা
হয়েছে। এর পাল্টা প্যালেস্তাইনের তরফে হামলায় ইজরায়েলের ৩০ জনের মৃত্যু হয়েছে। তার
পরই রকেট হামলা হল শনিবার।