নিউজ ডেস্ক: গগনযান মিশনের প্রস্তুতিতে আরও একধাপ এগোল ইসরো(ISRO)। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার হাতে ‘ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট’(IADT) ক্রু মডিউল তুলে দিল কেসিপি লিমিটেড। গগনযান মিশনের প্রস্তুতির জন্য এই পরীক্ষামূলক উৎক্ষেপণ যান তৈরির কেসিপি-কে বরাত দেয় ইসরো।
কেসিপি-এর ‘হেভি ইঞ্জিনিয়ারিং’-এর প্রধান এম নারায়ানা রাও জানান, বছর খানেক আগে ইসরোর তরফে পরীক্ষামূলক মডিউল তৈরির বরাত পান তাঁরা। টেস্ট ভেহিকেলের উৎক্ষেপণ সফল হওয়ার পর পরবর্তী পদক্ষেপের দিকে এগোবে সংস্থা। উল্লেখ্য, মডিউল তৈরি ছাড়াও এই মিশনের জন্য কেবিন সিস্টেম এবং কমিউনিকেশন সিস্টেমটিও তৈরি করবে কেসিপি লিমিটেড।
এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছে ইসরো। সেখানে লেখা, “গগনযান মিশনের জন্য মনুষ্যবিহীন মহাকাশযান পরীক্ষা শুরু করবে ইসরো। স্ক্রু এস্কেপ সিস্টেমের কর্মক্ষমতা প্রদর্শনকারী ফ্লাইট টেস্ট ভেহিকল অ্যাবর্ট মিশন-১(টিভি-ডি১)-এর প্রস্তুতি চলছে।”
চন্দ্রযান-৩ এবং আদিত্য এল-১-এর সফল উৎক্ষেপনের পর ইসরোর প্রধান এস সোমনাথ গগনযান মিশনের কথা ঘোষণা করেন। জানান, এই মিশনের মাধ্যমে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায় মহাকাশযান পাঠাবে ইসরো। মহাকাশযানে থাকবে তিন মহাকাশচারীও। তিন দিন পর ভারত মহাসাগরে অবতরণ করবে গগনযান।
মহাকাশচারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ইসরোর বিজ্ঞানীরা। একাধিকবার পরীক্ষা-নিরিক্ষা চালাচ্ছেন তাঁরা। এই পরীক্ষাটিও তার একটি অংশ।
অন্যদিকে, এই অভিযানের জন্য ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে চার মহাকাশচারীকে। তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভারতীয় বায়ুসেনার অধীনে থাকা ‘ইনস্টিটিউট অফ অ্যারোস্পেস মেডিসিন’ এই মহাকাশচারীদের বেছে নিয়েছে। সম্প্রতি বায়ুসেনার তরফে প্রকাশিত একটি ভিডিওতে খানিক ঝলকও পাওয়া গিয়েছে তাঁদের।