নিউজ ডেস্ক: এক সপ্তাহের জন্য বেড়াতে যাওয়া মানে বছরের বাকি দিনগুলি থেকে একটু আলাদা বিশ্রাম পাওয়া যায়। ফলে হোটেলে গিয়ে দাম বেশি হলেও স্বচ্ছন্দে থাকতে পছন্দ করেন অনেকেই। কোন জায়গায় বেড়াতে যেতে চান তা খুঁজে নেওয়ার পরেই শুরু হয় পছন্দসই হোটেল খোঁজার পালা। এক সপ্তাহের ছুটিতে মাথা গোঁজার ঠাঁইটুকু মনের মত না হলেই পুরো মজাটাই মাটি। তবে অবশ্যই মনে রাখা দরকার হোটেল এবং বাড়ি দুটো জায়গা আলাদা। বিলাসবহুল হোক বা মধ্যবিত্ত মানের হোটেলে ঢুকেই তা নিজের বাড়ি মনে করা উচিত নয়। নতুন জায়গায় গিয়ে সব সময় সতর্ক থাকা উচিত। তাই হোটেল ঘরে প্রবেশ করার পরে কিছু জিনিস অবশ্যই যাচাই-বাছাই করা দরকার।
শৌচালয় – সোশ্যাল মিডিয়ার যুগে এখন নিত্য নতুন জিনিস শিখতে পারা যায়। হোটেলে ঢুকেই শৌচালয় ব্যবহার করার আগে অবশ্যই গরম জল কমোডের মধ্যে ঢেলে দেওয়া উচিত। এতে জীবাণুনাশ হয়।
নিত্য প্রয়োজনীয় জিনিস- নিত্য প্রয়োজনীয় জিনিসের বেশ কিছু হোটেলের ঘরে আগে থেকেই দেওয়া থাকে। যেমন গ্লাস, জলের বোতল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস। এগুলি না ধুয়ে কখনোই ব্যবহার করা ঠিক নয়।
দরজার তালা- হোটেলের ঘরে দরজার লক ঠিক আছে কিনা পরীক্ষা করে নিন। ঘুরতে যাওয়ার সময় নিজের যাবতীয় সামগ্রী ঘরেই রেখে যাওয়ার দস্তুর। ফলে সে সকল জিনিসের নিরাপত্তা নিশ্চিত করতে লক ঠিকঠাক আছে কিনা দেখা দরকার।
লুকানো ক্যামেরা – বর্তমান প্রযুক্তির ঝুঁকে দাঁড়িয়ে আড়ি পাতা খুবই সহজ একটি বিষয়। বিশেষ করে লুকানো ক্যামেরা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা অবশ্যই হোটেল ঘরে ঢোকার পর যাচাই করা দরকার। ফোনের মাধ্যমে এই ক্যামেরা খুঁজে পাওয়া যায়। আজকাল বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে যা লুকানো ক্যামেরা খুঁজতে সাহায্য করে। সেই ধরনের অ্যাপের সাহায্য নিয়ে ঘর ভালো করে খুঁজে নেওয়া প্রয়োজন।
ছারপোকা- হোটেলের বিছানায় ছারপোকার কামড় খাওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। তাই বিছানাটা এক বার দেখে নিন। অল্প বিস্তর ঝাড়াঝাড়ি করলেই ছারপোকা থাকলে তা বেরিয়ে আসবে।