নিউজ ডেস্ক: শুক্রবার ৬ অক্টোবর মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়া অভিনীত ছবি মিশন রানিগঞ্জ। বক্সঅফিসে খাতা খোলার দিনেই ধিমে তালে ইনিংস শুরু করল এই ছবি। চলতি বছর অক্ষয়ের অপর ছবি ওএমজি ২ ১৫০ কোটির ব্যবসা করেছে। অনেকদিন পরে বক্সঅফিসে হিটের দেখা পেলেও প্রথম দিনে মিশন রানিগঞ্জ আয় করেছে মাত্র ২.৮ কোটি টাকা। যা প্রথম দিনের নিরিখে অনেকটাই কম।
পশ্চিমবঙ্গের কয়লা খনি অঞ্চল রানিগঞ্জে, ১৯৮৯ সালের ১৩ নভেম্বরের ভয়াবহ ঘটনার কথা উঠে এসেছে মিশন রানিগঞ্জ ছবিতে। ধস নেমে হঠাৎ জল ঢুকে বন্ধ হয়ে ভূগর্ভে থাকা খনির বড় অংশ। যেখানে আটকা পড়েছিলেন ৬৫ জন কর্মী। সেই সময় ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল। সম্পূর্ণ নতুন এক পদ্ধতিতে খনির উপর থেকে বোরহোল করে ‘ক্যাপসুল’ নামিয়ে চালানো হয়েছিল উদ্ধারকার্য। এই যশবন্ত সিং গিলের চরিত্রেই দেখা যাচ্ছে অক্ষয়কে এবং তাঁর স্ত্রীর চরিত্রে পরিণীতি চোপড়া।
ছবিটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ফলে সেই সংক্রান্ত নানান বিষয়ও জানতে হয়েছিল তাঁকে। ব্যবসার থেকে নিজের ছবির মারফত সমাজের কাছে কী বার্তা পৌঁছাচ্ছেন তিনি, তার উপরেই জোর দিলেন অক্ষয়। যদিও শুক্রবার শাহরুখ খানের ‘জওয়ান’ আয় করে মাত্র ১.৩০ কোটি। আর হাসির ছবি ‘ফুকরে ৩’-এর আয় ২.২০ কোটি। সেই হিসেবে শুক্রবার সবচেয়ে বেশি ব্যবসা করেছে অক্ষয়ের সিনেমাই।