নিউজ ডেস্ক: পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, এইচএস প্রণয় — যত বড় নামই থাকুক না কেন, কেউ যা করে দেখাতে পারেননি সা-চি জুটি তাই করে ফেললেন। সিঙ্গলস, ডাবলস, টিম সব ধরলে এই
প্রথম ব্যাডমিন্টন থেকে সোনা এল ভারতে। সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি
ডাবলসে উড়িয়ে দিলেন কোরিয়ান জুটিকে। ২১-১৮, ২১-১৬ গেমে প্রাধান্য প্রতিষ্ঠা করলেন ভারতের দুই ছেলে।
সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ
শেট্টি ডাবলসে উড়িয়ে দিলেন কোরিয়ান জুটিকে। ২১-১৮, ২১-১৬ গেমে প্রাধান্য প্রতিষ্ঠা করলেন ভারতের দুই ছেলে। সোনাঝরা দিনে চতুর্থ
স্বর্ণপদক ভারতের। সব মিলিয়ে ২৬টি সোনা এল হানঝাউ গেমস থেকে। পদকের সেঞ্চুরি করেও
ক্লান্ত নন ভারতের অ্যাথলিটরা।
চিরাগেরা ৫৭ মিনিটে ম্যাচ জিতে নেন।
প্রথম গেমটি ২১-১৮ ব্যবধানে জিতে নেন তাঁরা। দ্বিতীয় গেমটি জেতেন ২১-১৬ ব্যবধানে।
বিশ্বের ক্রমতালিকায় চিরাগেরা তিন নম্বর। তাঁদের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার সোলগিউ চৈ
এবং উনহো কিম উড়ে যান চিরাগদের বিরুদ্ধে। ৫৮ বছর পর প্রথম ভারতীয় জুটি হিসাবে
এশিয়ান গেমস জিতলেন চিরাগেরা। ১৯৮২ সালের পর এই ইভেন্টে পদক জিতলেন তাঁরা।
এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে এই বছরই
সেরা সাফল্য ভারতের। ছেলেদের ডাবলসে সোনা ছাড়াও ভারত এ বারে দলগত বিভাগে রুপো
জিতেছে এবং ছেলেদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছে। ২০১৮ সালে একটি রুপো এবং একটি
ব্রোঞ্জ জিতেছিল ভারত। ১৯৮২ সালে পাঁচটি ব্রোঞ্জ জিতেছিল তারা।