নিউজ ডেস্ক: গোপাল মন্ডল। জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) এই বিধায়ক ভাগলপুরের এক হাসপাতালে
পিস্তল নিয়ে ঢুকে পড়লেন। ভুল স্বীকার দূর অস্ত। সাংবাদিকরা প্রশ্ন করায় ক্ষেপে লাল
বিধায়ক। কুকথা বলতেও শোনা গেল বিধায়ককে। তিনি যা বললেন তার বাংলা মানে দাড়ায় ”
তুই কি আমার বাবা যে বারন করবি” এছাড়াও যা বললেন তা লেখার অযোগ্য।
এখানেই থেমে থাকেননি বিধায়ক। নিজের কীর্তির পক্ষে বিধায়ক বলেন
পায়জামায় বন্দুক ছিল। সিঁড়িতে পা রাখতেই পা পিছলে যায়। তাই বন্দুক বের করে হাতে রেখেছিলাম
মাত্র। তবে হাসপাতালে বন্দুকের কি কাজ তা অবশ্য খোলসা করে বলতে পারেননি বিধায়কবাবু।
পাটনায় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জেডিইউ বিধায়ক রীতিমত
উত্তেজিত হয়ে পড়েন। তবে সাংবাদিকরাও ছিলেন নাছোড়বান্দা। বিধায়কের দলের কি এটাই সংস্কৃতি
পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন তারা।
জেডিইউ বিধায়ককে নিয়ে দেশ জুড়ে তৈরি
হয়েছে বিতর্ক। সম্প্রতি একটি ভিডিও সামাজিক
যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিহারের ভাগলপুরের
জওহর লাল নেহরু মেডিকেল কলেজ ও হাসপাতালে পিস্তল নিয়ে ঢুকে পড়তে দেখা যায় ওই
দাবাং বিধায়ককে।