নিউজ ডেস্ক: গত সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। উদয়পুরের লেক পিচোলার ধারে রাজকীয় আয়োজনে বিয়ে সারেন এই যুগল। একজন বলিউডের নামজাদা নায়িকা ও অন্যজন রাজনীতিবিদ। বিয়ের পর পরিণীতির প্রথম ছবি ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট রেসকিউ অফ ইন্ডিয়া’ ছবিটি মুক্তি পেয়েছে। বক্সঅফিসে খাতা খোলার দিনেই ঢিমে তালে ইনিংস শুরু করেছে এই ছবি।
তবে বিয়ের পরে মধুচন্দ্রিমায় যাননি পরিণীতি। ব্যস্ত ছিলেন ছবির প্রচারে। এবার বিয়ের ১৫ দিন পরে প্রকাশ্যে এল তাঁর গৃহপ্রবেশের ভিডিয়ো। বিয়ের পর দিল্লিতে শ্বশুড়বাড়িতে এসেছেন তিনি। বিয়ের পর পরিণীতি চোপড়াকে সাদরে স্বাগত জানায় রাঘব চাড্ডার পরিবার। বিয়ের মতোই রাজকীয় আয়োজন ছিল তাতে। রাঘব-পরিণীতির জন্য সারপ্রাইজ ঢোল-বাজনার সঙ্গে ছিল আতসবাজিও। নববধুর গৃহপ্রবেশে উপস্থিত ছিলেন নব দম্পতির ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়-স্বজনরা।
বিয়ের সময় যেমন বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছিল তেমনই পরিণীতিকে বরণ করতেও বিভিন্ন খেলার আয়োজন করেছিল পরিবারের লোকেরা। তার মধ্যে ছিল রিং ফাইন্ডিং ও প্রশ্নোত্তর পর্ব। ফোরফোল্ড পিকচার্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল সেই ভিডিয়োটি। ক্যাপশনে লেখেন, ‘চাড্ডা পরিবার পরিণীতি এবং রাঘবের জন্য একটি দুর্দান্ত ঢোল এবং সাজসজ্জার পরিকল্পনা করেছিল, সঙ্গে মিষ্টি এবং মজার খেলা ছিল। পরী যেমন বলেছে…পৃথিবীর সেরা পরিবার। যাঁরা তাঁকে রানির মতো বরণ করেছিল’।