নিউজ ডেস্ক: সোমবারের মধ্যে ব্যবস্থা না নিলে রাজভবন অভিযানের হুঁশিয়ারি
দিলেন শুভেন্দু অধিকারী। ১৪৪ ধারা জারি রয়েছে রাজভবন চত্বর। সেই জায়গায় পুলিশ কিভাবে
অভিযান সম্ভব হল কেনই বা রাজ্যপাল এই ঘটনায় ব্যবস্থা নিয়ে গড়িমসি করছেন প্রশ্ন শুভেন্দুর।
অন্যদিকে আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয়
সরকার। এই অভিযোগে কেন্দ্র সরকারকে নিশানা করে একের পর এক কর্মর্সূচি হয়েছে রাজ্য অভিষেক
বন্দয়োপাধ্যায়ের নেতৃত্বে। এবার পাল্টা কর্মসূচী ঘোষণা করলেন বিরোধী দলনেতা।
অন্যদিকে দিল্লি পর্বের দায় তৃণমূলের ঘাড়ে চাপালেন কেন্দ্রীয়
মন্ত্রী গ্রামোন্নয়ন মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। শনিবার কলকাতা বিমানবন্দরে নেমে
সোজা চলে আসেন বিধাননগরের দলীয় কার্যালয়ে। স্পষ্ট জানান তিনি দিল্লি অভিয়ানের দিন আড়াই
ঘণ্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু তৃণমূলের প্রতিনিধিদল টালবাহানা করে শেষ পর্যন্ত আসেনি।
এমনকি এদিন খতিয়ান তুলে ধরে ফের আবাস যোজনায় দুর্নীতি হয়েছে বলে দাবি করেন কেন্দ্রীয়
মন্ত্রী এবং তদন্ত করা হবে বলে জানান।
এদিকে যতক্ষন রাজ্যপাল
দেখা করবেন না অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তার মাঝে মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যপাধ্যায়, প্রদীপ মজুমদারেরা রওনা দিলেন উত্তরবঙ্গের
উদ্দেশ্যে। রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তারা। অন্যদিকে রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভকে
নাটক বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে রাজ্যপাল তার সঙ্গে
দেখা না করলে দুর্গাপুজো অবধি অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের
সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।