নিউজ ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ৭৮ জন বলে খবর। তবে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থার রিপোর্ট অনুযায়ী, মূল ভূমিকম্পটির উৎসস্থল ছিল হেরাত প্রদেশ থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। শনিবার সকালে মূল ভূমিকম্প হওয়ার পর ৪ বার আফটারশকও অনুভূত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর। সবচেয়ে বড় কম্পনের মাত্রাটি ছিল ৬.৩। বাকি কম্পনগুলির মাত্রা ছিল যথাক্রমে ৫.৫, ৪.৭, ৫.৯ এবং ৪.৬।
Tags: NULL