নিউজ ডেস্ক: প্যালেস্তেনীয় জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার পরই কার্যত যুদ্ধ ঘোষণা করেছিল ইজরায়েল। সেই রক্তক্ষয়ী সংঘর্ষে প্রথমদিনেই মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। হামাসের আক্রমণের জবাব দিতে লড়ছে ইজরায়েলের সেনাবাহিনী। হামাস শনিবার সকালে ইজরায়েলের দিকে তাক করে পাঁচ হাজার রকেট ছোড়ে। এরপরই শনিবার ইজরায়েল সরকার ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণাা করে দিয়েছিল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, “যুদ্ধে আমরাই জিতব। গাজা ভূখণ্ডে হামাসের আস্তানাগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করব”।
শনিবার রকেট নিক্ষেপণের পাশাপাশি সীমান্ত পেরিয়ে ইজরায়েলে ঢুকে পরে হামাস গোষ্ঠী। ইজরায়েলের শহরগুলিতে নির্বিচারে গুলি চালিয়েছে। বিদেশিরাও রেহাই পায়নি। অনেককেই বন্দি করেছে হামাস। প্যালেস্তিনীয় এই সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত আক্রমণে ৩০০ জন প্রাণ হারান। ইজরায়েলের পাল্টা আক্রমণে ২৩০ জন নিহত হয়েছে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হতেই রবিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি সভা ডাকা হয়েছে। ইজরায়েলের পাশে থাকার কথা জানিয়ে দিয়েছে ভারত, আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশ। শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, ইজরায়েলে জঙ্গি আক্রমণের সংবাদে আমি মর্মাহত। যে নিরীহরা এর শিকার তাদের পরিবারের প্রতি আমাদের প্রার্থনা রইল। এই কঠিন সময়ে আমরা ইজরায়েলের পাশে আছি”। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন।
শনিবারের হামলা কয়েক দশকের মধ্যে ইজরায়েলের উপর সবচেয়ে বড় আগ্রাসন। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় গাজা থেকে ইজরায়েলে রকেট ফায়ার শুরু হয়। ওই রকেট তেল আবিব, রেহোভট, গেদেরা এবং আশকেলন সহ বেশ কয়েকটি শহরে আঘাত করে। ইজরায়েলের শহরে ঢুকেও হামাস পথচারীদের উপর গুলিবর্ষণ করে। অনেককে বন্দি করার ছবি প্রকাশ করেছে হামাস। তাদের প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে গাজার কাছে ইজরায়েলি শহর সেডরোটের রাস্তায় এবং গাড়ির ভিতরে মৃতদেহ পড়ে রয়েছে। গুলিতে গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে গিয়েছে।
এর বিরুদ্ধে “অপারেশন সোর্ডস অফ আয়রন” শুরু করেছে ইজরায়েল। গাজা উপত্যকায় লক্ষ্যবস্তুতে আঘাতও হানছে। বেঞ্জামিন নেতানিয়াহু শনিবারকে ‘কালো দিন’ বলেছেন। তিনি হামাসের আক্রমণের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, “সেনাবাহিনী পূর্ণ শক্তি নিয়ে গাজায় হামাসের উপর আক্রমণ করবে। হামাসকে নিঃশেষ করতে সমস্ত শক্তি ব্যবহার করবে। ইজরায়েলের জনগণের উপর তারা যে কালো দিন এনেছে তার প্রতিশোধ নেব”।