নিউজ ডেস্ক: ‘জওয়ান’ এর তুমুল সাফল্য বিপদ ডেকে আনল শাহরুখ খানের জন্য। ‘পাঠান’ এবং ‘জওয়ান’ বক্স অফিসে পর পর ১০০০ কোটির ক্লাবে ঢোকার পরেই খুনের হুমকি পেলেন তিনি। ফলে এইবার তাঁর নিরাপত্তার জন্য এগিয়ে এসেছে একনাথ শিণ্ডের সরকার। বাদশার নিরাপত্তা জেড ক্যাটাগরি থেকে বাড়িয়ে ওয়াই প্লাস ক্যাটাগরিতে করা হয়েছে। অর্থাৎ এখন থেকে সারাক্ষণ কঠিন নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে থাকবেন শাহরুখ।
কিন্তু এমন খুনের হুমকির মুখে কেন পড়ছেন শাহরুখ? বলা হচ্ছে যে এই প্রথম তাঁর ছবিতে সরকারের দুর্নীতিকে তুলে ধরেছেন তিনি। বিগত তিন দশকের বলিউড কেরিয়ারে রাজনীতির ধারে কাছেও ঘেঁষেননি তিনি। কিন্তু ‘জওয়ান’ এর বিষয়টি আলাদা। এই ছবিতে সরকারের দুর্নীতি, কৃষক আত্মহত্যার বিষয়, অস্ত্র কেলেঙ্কারির মতো অনেকগুলি সত্য ঘটনাকে একত্রে তুলে ধরা হয়েছে। সরকারের এমন মরচে পড়া ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছেন শাহরুখ। বিনোদনের মোড়কে হলেও এমন প্রশ্নের মুখে পড়ে রাজনৈতিক চাপানউতোর কম হয়নি।
কংগ্রেস ও বিজেপি, কেন্দ্রে থাকা দুই সরকারই একে অপরের দিকে আঙুল তুলে দোষ দেওয়ার চেষ্টা করেছে। রাজনীতিতেও প্রভাব ফেলেছে এই ছবি। সেই সঙ্গে বিশ্বজুড়ে ১১০০ কোটি টাকার ব্যবসা করে মাস হিরো হিসেবে নিজেকে আরো একবার প্রতিষ্ঠা করেছেন শাহরুখ। ফলেএই গগনচুম্বী সাফল্যের জেরেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন কিং খান। তাই তাঁর নিরাপত্তার জন্য কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না মহারাষ্ট্র সরকার। তাই এবার ওয়াউ প্লাস নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শাহরুখ খানের জন্য।