নিউজ ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলের পাশে দাঁড়ানোর কথা আগেই জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার হামাস বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ পাঠানোর কথা ঘোষণা করল পেন্টাগন।
শুক্রবার গভীর রাতে আকাশ, জল এবং স্থলপথে ইজরায়েলের উপর হামাস বাহিনীর অতর্কিত হামলায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজন মার্কিন নাগরিকের বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে সংখ্যাটি ঠিক কত, তা স্পষ্ট করা হয়নি। এরপরই সেদেশে যুদ্ধাস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পেন্টাগনের তরফে জানানো হয়েছে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এয়ারক্রাফটে করে অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫, এফ-১৫, এফ-১৬, এফ-১০ মোতায়েন করবে আমেরিকা।
উল্লেখ্য, ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে অন্তত ৭০০ ইজরায়েলি নিহত এবং ১১০০ জনের বেশি আহত হয়েছে। গাজা উপত্যকায় ইজরায়েলের পাল্টা আক্রমণে মৃত্যু হয়েছে ৪৫০ জনেরও বেশি মানুষের বলে খবর। রাষ্ট্রসংঘে ইজরায়েলের স্থায়ী প্রতিনিধি গিলাদ এরদান হামাসের হামলাকে ৯/১১-এর সঙ্গে তুলনা করেছেন। তাই দেশবাসীর প্রাণ রক্ষার্থে সমস্ত রকম পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানান তিনি।
এদিকে, ইজরায়েলের উপর হামাসের হামলার নিন্দা করে ইহুদি প্রধান দেশটির পাশে থাকার বার্তা দিয়েছে ভারত এবং পশ্চিমী দুনিয়ার অধিকাংশ দেশ। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর পাশে থাকার স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। যুদ্ধে ভারতের সমর্থন পেয়ে ধন্যবাদ জানিয়েছেন ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত নোয়ার গিলন।
অন্যদিকে, যুদ্ধের আবহে ইজরায়েলের পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। রবিবার সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১৪ অক্টোবর পর্যন্ত তেল আবিব থেকে আগত এবং তেল আবিবগামী সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। শুধু তাই নয় তেল আবিবে তাদের সংস্থার সমস্ত কর্মীকে দেশে ফিরিয়ে আনারও ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া।