নিউজ ডেস্ক: বিশ্বকাপের আগেই ডেঙ্গিতে আক্রান্ত শুভমন
গিল। মাঠে নামতে পারবেন না তিনি। তবে কি বিশ্বকাপ খেলা হবে না শুভমনের, এই সন্দেহের
মেঘ ভারতীয় দলের আকাশে। তবে ডেঙ্গি থেকে এত দ্রুত সুস্থ হয়ে মাঠে নামা সম্ভব নয় বলেই
মনে করছেন সকলে। ঘটনাটা ঘটলও তাই।
বিশ্বকাপের প্রথম ম্যাচে চিপকে
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা দূরস্থান, টিমের সঙ্গেও আসেননি ভারতীয় ওপেনার। টিম হোটেলে নিজের রুমেই থেকে গিয়েছেন।
স্বাভাবিক। ডেঙ্গি আক্রান্তকে প্রথম কয়েকটা দিন টানা স্যালাইন ড্রিপ দিয়ে যেতে
হয়। যেহেতু প্রথম দিকে শরীরে তরল পদার্থের অভাব দেখা দেয়। শুভমনের সে সমস্তই চলছে
এখন। সাধারণত ডেঙ্গি হলে দু’সপ্তাহ সময় লাগে সেরে উঠতে। পুরোপুরি দুর্বলতা কাটাতে
আরও কয়েক দিন সময় লেগে যায় তার পর।
এরই মধ্যে জানা গেল
রবিবার রাতের দিকে শুভমন নিয়ে আর এক দফা ডাক্তারি রিপোর্ট আসার কথা রয়েছে। যার
পর নাকি শুভমনের দিল্লি যাত্রার ভাগ্য নির্ধারণ হবে। রোহিত শর্মাদের পরবর্তী খেলা
আফগানিস্তানের বিরুদ্ধে। আগামী ১১ অক্টোবর, নয়াদিল্লিতে। কিন্তু শুভমনকে দিল্লি নিয়ে যাওয়া হবে, নাকি বাড়ি পাঠিয়ে দেওয়া হবে– ঠিক হবে ওই ডাক্তারি
রিপোর্ট পাওয়ার পর। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।