নিউজ ডেস্ক: নিউজ ডেস্ক: চলতি বছরের শেষে দেশের পাঁচটি রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। এবার সেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল দেশের নির্বাচন কমিশন। সোমবার সাংবাদিক বৈঠক করে কমিশনের তরফে জানানো হয়েছে, ছত্তিশগড়ে ৭ এবং ১৭ নভেম্বর, মধ্যপ্রদেশে ১৭ নভেম্বর, মিজোরামে ৭ নভেম্বর, রাজস্থানে ২৩ নভেম্বর এবং তেলেঙ্গনায় ভোটগ্রহণ হবে ৩০ নভেম্বর। ভোটের ফল জানা যাবে ৩ ডিসেম্বর। ৫ ডিসেম্বরের মধ্যে শেষ হবে ভোটপ্রক্রিয়া। উল্লেখ্য, মিজোরাম ছাড়া বাকি চার রাজ্যে সরকারের মেয়াদ শেষ হচ্ছে জানুয়ারিতে। মিজোরামে ডিসেম্বরেই সরকারের মেয়াদ শেষ।
এদিন সাংবাদিক সম্মেলনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, পাঁচ রাজ্যে মোট ৬৭৯টি বিধানসভা কেন্দ্রে চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। এবার নতুন ভোটারের সংখ্যা ৬০ লক্ষ। মোট ভোটারের সংখ্যা ১৬.১ কোটি। ভোটের প্রস্তুতির অঙ্গ হিসাবে ৫ রাজ্যে গিয়েই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি দলের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এছাড়া ভোটকেন্দ্রের সংখ্যাও বেড়েছে বলে এদিন জানিয়েছেন রাজীব। তাঁর কথায়, এবারের নির্বাচনে মিজোরামে ১২৭৬টি, ছত্তিশগড়ে ভোটকেন্দ্রের সংখ্যা ২৪১০৯টি, মধ্যপ্রদেশে ৬৪৫২৩টি, রাজস্থানে ৫১৭৫৬টি এবং তেলেঙ্গনায় ৩৫৩৫৬টি ভোটকেন্দ্র রয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে ছত্তিশগড় এবং রাজস্থানের ক্ষমতায় রয়েছে কংগ্রেস। তাই এই দুই রাজ্যে বিজেপির সঙ্গে তাদের দ্বিমুখী লড়াই। এদিকে, তেলেঙ্গনার ক্ষমতাসীন ভারত রাষ্ট্র সমিতি(BRS)-এর সঙ্গে ত্রিমুখী লড়াইয়ে নামতে চলেছে কংগ্রেস এবং বিজেপি। অন্যদিকে, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামে মূল লড়াই ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট(MNF)-এর সঙ্গে কংগ্রেসের। সুতরাং, ’২৪-এর লোকসভা নির্বাচনের আগে ৫ রাজ্যের বিধানসভা ভোটের মাধ্যমে নিজেদের জমি মেপে নেবে কংগ্রেস, বিজেপি সহ প্রতিটি দল। লোকসভা ভোটের ফলকে এই নির্বাচনের ফল ব্যাপকভাবে প্রভাবিত করবে তা বলাই বাহুল্য।