নিউজ ডেস্ক: শুধুমাত্র এশিয়ান গেমস নয়, এশিয়া জুড়ে বিনোদন জগতের সেরার শিরোপা পেল ভারত। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া কন্টেন্ট অ্যাওয়ার্ডস এবং গ্লোবাল ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৩-এ সেরা এশিয়ান টিভি সিরিজ ও সেরা অভিনেত্রীর পুরস্কার এল ভারতের ঝুলিতে। হংসল মেহতা পরিচালিত সিরিজ স্কুপ সেরা সিরিজের পুরস্কার পেয়েছে। আবার সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন করিশ্মা তন্না। এশিয়া জুড়ে তৈরি হওয়া বিভিন্ন টিভি সিরিজ, ওয়েব সিরিজ এবং অনলাইনের জন্য তৈরি করা কন্টেন্টগুলিকে উৎসাহ দেওয়ার জন্য প্রতিবছর এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং কোরিয়া রেডিও প্রমোশন অ্যাসোসিয়েশনের তরফে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়ে থাকে। বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরার শিরোপা পাওয়ার পর হনসল মেহতা নিজের সাফল্য ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। এক্স (আগের টুইটার)-এ লেখেন, ‘আমরা জিতেছি! বুসানে সেরা এশিয়ান টিভি সিরিজ। #BIFF23।’ এক বিদেশি সাংবাদিকের পোস্ট শেয়ার করেন তিনি। তাতে লেখা ছিল যে, সেরা ‘সেরা এশিয়ান টিভি সিরিজ অ্যাওয়ার্ড পেল মুম্বাই ক্রাইম ড্রামা ‘স্কুপ’। হনসল মেহতা পরিচালিত ও করিশ্মা তান্না অভিনীত সিরিজে সেরা অভিনেত্রীর পুরস্কারও পান করিশ্মা।’
স্কুপ ছাড়াও বেস্ট রিয়েলিটি ও ভ্যারাইটি বিভাগে জিতেছে কোরিয়ান সিরিজ ‘ফিজিক্যাল হান্ড্রেড’, এবং ভিয়েতনামী রিয়েলিটি শো ‘লেটস ফিট ভিয়েতনাম’। মুম্বইয়ের একটি সংবাদপত্রের একজন তারকা ক্রাইম রিপোর্টার জাগৃতি পাঠককে (করিশ্মা তান্না) কেন্দ্র করে ‘স্কুপ’ সিরিজটি তৈরি। যিনি তাঁর প্রতিদ্বন্দ্বী জয়দেব সেনের হত্যার অভিযোগে অভিযুক্ত হন। জুন মাসে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় এই ছবি। দর্শক থেকে শুরু করে সমালোচকদেরও প্রশংসিত হয়েছিল এই ছবি।