নিউজ ডেস্ক: রবিবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার
বিরুদ্ধে ম্যাচে সেরা ফিল্ডিংয়ের জন্য সোনা পেলেন বিরাট কোহলি। ভারতীয় দলের প্রশিক্ষক
টি দিলীপের হাত থেকেই এই সম্মান পেলেন বিরাট। আর সেই সোনার পদক পেয়ে তাতে দাঁত বসাতেই
মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি।
এদিন প্রশিক্ষক টি দিলীপ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে
শ্রেয়স আইয়ারের দক্ষতা নিয়ে প্রশংসা করেন, এমনকি সমস্ত ম্যাচ জুড়ে দলের সামগ্রিক পারফরম্যান্স
নিয়েও বেশ প্রশংসা করেন তিনি। আর তারপরেই ফিল্ডিংয়ের ক্ষেত্রে সেরার শিরোপা তুলে দেন
বিরাট কোহলির হাতে। খেলার প্রথম ইনিংসে নিজের দক্ষতায় ২০-৩০ রান বাঁচিয়েছিলেন তিনি।
মিশেল মার্চকে আউট করার জন্যেও তার অবদান কম কিছু ছিল না। তার সেই বিখ্যাত ক্যাচটির
জন্য তিনি প্রশংসিত হয়েছেন। অস্ট্রেলিয়াকে পরাজিত করার পর ড্রেসিং রুমে কমলা রঙের প্র্যাক্টিস
জার্সিতে সকলকে নিয়ে একটি ভিডিও প্রকাশ পায় বিসিসিআইয়ের টুইটার হ্যান্ডলে।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে শ্রেয়স আইয়ার, ইশান কিষাণ
এবং রোহিত শর্মা আউট হয়ে যান কোনও রান না করেই। অন্যদিকে ব্যাটিংয়ের ক্ষেত্রেও বিরাট
কোহলি এবং কে এল রাহুলের যৌথ ব্যাটিংয়ে ভারত পায় ১৬৫ রান যা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
জয় ছিনিয়ে আনে।