নিউজ ডেস্ক: ২৭ অক্টোবর মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাউত অভিনীত ছবি তেজস। দীর্ঘ তিন বছর অপেক্ষার পর বড়পর্দায় আসতে চলেছে এই ছবি। চলতি সপ্তাহের শুরুর দিকে মুক্তি পেয়েছিল এই ছবির টিজার। যা দেখেই ঘুম উড়েছে অনুরাগীদের। এবার প্রকাশ্যে এল এই ছবিটির ট্রেলার। ভারতীয় বায়ু সেনা দিবসের দিনেই মুক্তি পেল তেজস ছবির ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন সর্বেশ মেওয়ারা।
অনেকদিন পরে কঙ্গনা ধামাকাদার অ্যাকশন নিয়ে ফিরছেন তা বলাই বাহুল্য। এবার ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর এই ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে এই ছবিতে দর্শকরা নতুন কিছু দৃশ্য উপহার পেতে চলেছেন যা তাঁরা আগে কখনও দেখেননি। এই ছবিতে কঙ্গনাকে বায়ুসেনা অফিসার তেজস গিলের চরিত্রে দেখা যাবে। নির্মাতাদের তরফে জানানো হয়েছে যে যদিও এটি তেজস গিলের বায়োপিক নয়। বায়ুসেনার চরিত্রে দেশের হয়ে অভিনেত্রীকে আকাশপথে লড়াই করতে দেখা যাবে। একই সঙ্গে ছবির রিলিজ ডেট পিছানো হয়েছে। টাইগার শ্রফের গণপথের সঙ্গে বক্স অফিস ক্ল্যাশ এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কঙ্গনার কণ্ঠে দুর্ধর্ষ কিছু ডায়লগও শুনতে পাওয়া গিয়েছে। তিনি এটাও বলেন যে সন্ত্রাসবাদকে সবার ব্যক্তিগত সমস্যা হিসেবে নেওয়া উচিত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে উঠে তিনি বলেন, ‘ভারত কো ছেড়োগে তো ছোড়েঙ্গে নেহি।’ শুধুমাত্র ডায়লগই নয়, দুর্ধর্ষ কিছু এরিয়াল শটও দেখা গিয়েছে ছবির ট্রেলারে। অপেক্ষা যে সার্থক হতে চলেছে তা মনে করছেন বেশ কিছু দর্শক ও অনুরাগীরাও। প্রসঙ্গত, তেজস ছবিটি প্রথমে ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানান কারণের জন্য তা পিছিয়ে চলতি বছর করা হয়েছে।