নিউজ ডেস্ক: হাওড়া শহর জুড়ে যত্রতত্র জমে থাকে আবর্জনা। ছড়াচ্ছে দূষণ অভিযোগ স্থানীয়দের। ঠিক সময়ে
ময়লা পরিষ্কার না করার অভিযোগ পুরসভার বিরুদ্ধে। এরইমধ্যে
বেতন বৃদ্ধি না হলে পুজোর আগে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন
সাফাই কর্মীরা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে
পুরসভা।
হাওড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে আবর্জনা সাফাই
না করার অভিযোগ উঠেছে পুরসভার বিরুদ্ধে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও অলিগলিতে
নিয়মিত জঞ্জাল সাফাই না হওয়ায় ছড়াচ্ছে দূষণ। দুর্গন্ধে টেকা দায় বলে জানাচ্ছেন
বাসিন্দারা। তাদের অভিযোগ অনিয়মিতভাবে আবর্জনা পরিষ্কার করছে পুরসভা। ফলে দুর্ভোগে
পড়েছেন তারা।বারবার জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর
চেয়ারম্যান সুজয় চক্রবর্তী স্বীকার করেছেন যে সাফাই নিয়ে সমস্যা রয়েছে। দায়িত্বে
থাকা এক ঠিকাদার সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। তবে পুজোর মধ্যেই সমস্যা
মিটে যাবে বলে তিনি আশ্বাস দিয়েছে পুরসভা।
সুজয়
বাবু জানান, “অবর্জনামুক্ত
শহর গড়তে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে”। এরই মধ্যে
আন্দোলন শুরু করেছেন পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। বেতন বৃদ্ধি সহ বিভিন্ন
দাবিতে তারা সোমবার পুরসভার গেট বন্ধ করে বিক্ষোভে সামিল হন।
তাঁরা হুমকি দিয়েছেন তাদের দাবী না মানলে কাজ বন্ধ করে
দেবেন। চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, “সাফাই কর্মীদের কথা মাথায় রেখে সরকারি গাইড লাইন অনুযায়ী টাকা বাড়ানো
হয়েছে। ভবিষ্যতে সাফাই কর্মী ও তাদের পরিবারের জন্য অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া
হয়েছে”।